
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র ৭ টাকা ৫০ পয়সা মূল্যের একটি ইনজেকশনের দাম ৩৫০ টাকা দাবি করায় এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় ‘জান্নাত ফার্মেসি’তে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, দুই দিন আগে গভীর রাতে মুফতি কামরুল হাসান নামের এক ভোক্তা প্রয়োজনীয় ইনজেকশন কিনতে জান্নাত ফার্মেসিতে যান। দোকানদার ইনজেকশনের প্রকৃত মূল্য ৭ টাকা ৫০ পয়সা হলেও তার কাছে ৩৫০ টাকা দাবি করেন। ক্রয়ের রশিদ চাইলেও সেটি দিতে অস্বীকৃতি জানানো হয়। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওর ভিত্তিতে তদন্তে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
আসিফ