ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৫৪, ১৫ আগস্ট ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে লেনদেন কমেছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে প্রায় ৩৩ শতাংশ লেনদেন কমেছে। দিনটিতে দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে দর বাড়তে থাকা জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর দর কিছুটা কমেছে। এমনকি দর হারানোর সেরা ১০টির মধ্যে সাতটিই এই জেড ক্যাটাগরির কোম্পানি। এর বিপরীতে গত কিছুদিন ধরে দর কমে লোভনীয় পর্যায়ে আসা কিছু কোম্পানিতে চাহিদা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৩৩৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১৬৫ কোটি ২ লাখ টাকার কম লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৫০০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। দিনটিতে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : এনভয় টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা বিডি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম লিমিটেড, আমান ফিড, কেডিএস এক্সেসরিজ, বিএসআরএম স্টিল, এসআইবিএল ও স্কয়ার ফার্মা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিচ হ্যাচারি, সিএমইএল লেকচার মিউচুয়াল ফান্ড, এমবে ফার্মা, স্টাইল ক্রাফট, প্রাইম টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, ইভিন্স টেক্সটাইল, গ্লাক্সোমিথক্লাইন, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মেঘনা পেট, ইমাম বাটন, দুলা মিয়া কটন, শ্যামপুর সুগার, মেঘনা কনডেন্স মিল্ক, রেনউইক যজ্ঞেশ্বর, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, জিল বাংলা সুগার, প্রগতি ইন্স্যুরেন্স ও খুলনা প্রিন্টিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : মবিল যমুনা বিডি, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, একমি ল্যাবরেটরিজ।
×