ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গী বিরোধী সমাবেশে মোবাইলে আওয়ামী লীগ নেতাকে হুমকি

প্রকাশিত: ১৯:২৯, ৩১ জুলাই ২০১৬

জঙ্গী বিরোধী সমাবেশে মোবাইলে আওয়ামী লীগ নেতাকে হুমকি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ জঙ্গী বিরোধী মিটিংএ অংশগ্রণের জন্য প্রচারকালে গালাগালসহ দেখিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে চাকামইয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী আব্দুল মালেক হাওলাদারকে (৫৫)। শুক্রবার দিবাগত রাত ১১টা ১৬ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে এমন হুমকি দেয়া হয়েছে। মোবাইল নম্বর উল্লেখ করে এ ঘটনায় আব্দুল মালেক হাওলাদার কলাপাড়া থানায় শনিবার রাতে একটি জিডি করেছেন। নম্বর- ১০৫৩। তিনি জানান, শনিবার বিকালে উপজেলা প্রশাসনসহ স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণিপেশার অংশগ্রহণে বিশাল এক জঙ্গী বিরোধী সমাবেশ খেপুপাড়া কেন্দ্রীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে যোগ দেয়ার জন্য আব্দুল মালেক হাওলাদার তার দলের নেতাকর্মীসহ নিজ এলাকার মানুষকে অংশগ্রহণের জন্য বাড়ি বাড়ি গিয়ে উদ্ধুদ্ধ করছিলেন। এসময় তাকে মোবাইল ফোনে হুমকি দেয়া হয়েছে। তিনি এ কারণে তার পরিবার-পরিজন নিয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
×