ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ বছরে পশ্চিমবঙ্গে জিডিপি বেড়ে দ্বিগুণ

প্রকাশিত: ১৮:৪২, ৩১ জুলাই ২০১৬

৫ বছরে পশ্চিমবঙ্গে জিডিপি বেড়ে দ্বিগুণ

অনলাইন ডেস্ক ॥ পাঁচ বছরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মোট উৎপাদন দ্বিগুণ হয়েছে। ২০১০-১১ সালে বাম সরকারের শেষের দিকে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ছিল প্রায় ৪.৬১ লক্ষ কোটি রুপি। ২০১৫-১৬ আর্থিক বছরের বর্তমান সময়ের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জিডিপির পরিমাণ হয়েছে প্রায় ৯.২০ লক্ষ কোটি রুপি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য সরকার যেভাবে পরিকল্পনাখাতে বরাদ্দ বাড়িয়েছে, তার ফলেই নানা ক্ষেত্রে সম্পদ তৈরি হয়েছে। সেই সম্পদই মূলত রাজ্যের সামগ্রিক আয় বাড়ানোর বড় কারণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শনিবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেন, “দেশের মধ্যে বাংলাকে সেরা করাই আমাদের লক্ষ্য। দায়বদ্ধতা। এবং আমার পুরো ‘পশ্চিমবঙ্গ পরিবার’ এই কাজের জন্য উৎসর্গীকৃত।” মুখ্যমন্ত্রীও উল্লেখ করেছেন, এত বড় মাপের সাফল্যের পিছনে অন্যতম কারণ পরিকল্পনাখাতে খরচ ব্যাপক-বৃদ্ধি। পাশাপাশি মূলধনীখাতে উত্তরোত্তর খরচ বাড়ানোর ফলেও বিশাল স্থায়ী সম্পদ তৈরি হয়েছে। অর্থনৈতিক গবেষকরা মনে করেন, মূলধনীখাতে অর্থ খরচ হলে তার চারগুণ অর্থের প্রভাব তৈরি হতে পারে। সেই সরল অর্থনীতিই কাজে দেয় পরবর্তীতে। রাজ্যের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। গত ২০১০-১১ সালে রাজ্যে পরিকল্পনাখাতে খরচ হয়েছিল প্রায় ১৪ হাজার ৬১৫ কোটি রুপি। ২০১৫-১৬ সালে এই খরচ চারগুণ হয়েছে। ২০১৫-১৬ সালে পরিকল্পনাখাতে খরচ হয়েছে প্রায় ৫৪ হাজার ৬৯ কোটি রুপি। ২০১৬-১৭ অর্থবর্ষের জন্য অবশ্য এই খাতে আরও প্রায় আড়াই হাজার কোটি রুপি বাড়তি ধরা হয়েছে। অন্যদিকে, মূলধনীখাতে বরাদ্দ ওই পাঁচ বছরে প্রায় সাতগুণ হয়েছে। বাম সরকারের শেষ অর্থ বছরে রাজ্যে মূলধনীখাতে বরাদ্দ পরিমাণ ছিল প্রায় ২,২২৫ কোটি রুপি। শেষ হওয়া অর্থবর্ষেই সেই পরিমাণ হয়েছে প্রায় ১৫ হাজার ৯৪৬ কোটি রুপি। মূলধনীখাতে এত বরাদ্দ-বৃদ্ধি অন্য রাজ্যের ক্ষেত্রেও নজিরবিহীন।
×