ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবুধাবীতে স্বাস্থ্য বীমা নীতি পরিবর্তন

প্রকাশিত: ০৪:২৩, ১৮ জুলাই ২০১৬

আবুধাবীতে স্বাস্থ্য বীমা নীতি পরিবর্তন

আবুধাবীর আমিরাতে স্বাস্থ্য বীমা নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দ্য হেলথ অথরিটি আবুধাবী (এইচএএডি)। বয়স ভিত্তিতে নতুন বীমা প্রিমিয়াম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থাটি। এতে চাপে পড়তে যাচ্ছে আমিরাতে বিভিন্ন কাজে নিয়োজিত নিম্ন আয়ের প্রবাসীরা। প্রস্তাবিত স্বাস্থ্য বীমা নীতি অনুযায়ী ৪০ বছর বয়সী কিংবা এর বেশি বয়সের কর্মীরা তাদের স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের ৫০ শতাংশ পরিশোধ করবেন। একই সঙ্গে পোষ্যদের স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের ৫০ শতাংশও তাদের পরিশোধ করতে হবে। বর্তমানে স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের সম্পূর্ণ অর্থ নিয়োগকারী ব্যক্তি বা সংস্থা কিংবা ক্ষুদ্র বিনিয়োগকারী পরিশোধ করেন। -অর্থনৈতিক রিপোর্টার
×