ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় পানি সরবরাহে এডিবির সঙ্গে ২৭ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:২২, ১৮ জুলাই ২০১৬

ঢাকায় পানি সরবরাহে এডিবির সঙ্গে ২৭ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় পানি সরবরাহে দক্ষতা বাড়াতে ২৭ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থ ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এ লক্ষ্যে রবিবার সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। এছাড়া প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান ও কাজুহিকো হিগুচির মধ্যে। মেজবাহউদ্দিন বলেন, ‘পানির অপচয় লক্ষণীয় পর্যায়ে হ্রাসকরণ, সকল গ্রাহক সংযোগ মিটার ভিত্তিকরণ এবং জাতীয় পর্যায়ে পানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা ওয়াসার সাতটি জোনে পানি সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও ৮২টি নতুন ডিস্ট্রিক্ট মিটারিং এরিয়া প্রতিষ্ঠাকরণ। নন-রেভিনিউ ওয়াটার রিডাকশন প্ল্যান প্রস্তুতকরণ এবং প্রতিষ্ঠিত ডিএমএসমূহে লাগসই প্রযুক্তি সুপারভিসরি কন্ট্রোল এ্যান্ড ডাটা ইকুইজিশন সিস্টেম অন্তরর্ভুক্তির মাধ্যমে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা ও কারিগরি দক্ষতা বৃদ্ধিকরণ করা হবে।’ তিনি বলেন, ‘সার্বক্ষণিক (২৪/৭) প্রেসারাইজড সিস্টেমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেমের মাধ্যমে ঢাকা ওয়াসার সেবা প্রদানে ক্ষমতা বৃদ্ধি করা হবে।’ এডিবির কাজুহিকো হিগুচি বলেন, ‘এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্যপদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে প্রদান করে আসছে। এডিবি এ যাবত বাংলাদেশকে ১৬ বিলিয়ন মার্কিন ডলারের অধিক ঋণ সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুত, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানিসম্পদ এবং সুশাসন সেক্টরকে প্রাধান্য দিয়েছে।’ এর আগে এডিবির বোর্ড নতুন এ ঋণ অনুমোদন করেছে। এ সময় বলা হয়, এ অর্থ দ্রুতবর্ধনশীল জনসংখ্যার এ শহরে পানি সরবরাহ সংক্রান্ত প্রকল্পগুলো সম্প্রসারণে ব্যয় করা হবে। এডিবির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৫ সালে ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা দুই হাজার ১৪৪ মিলিয়ন লিটার ছিল। সেটি বেড়ে ২০২২ সাল নাগাদ দাঁড়াবে দৈনিক দুই হাজার ৬১৬ মিলিয়ন লিটারে। তাই পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উদ্যোগে সহযোগিতা দিচ্ছে এডিবি। অনুমোদনকৃত নতুন ঋণে নেয়া প্রকল্প আগামী পাঁচ বছরে অর্থাৎ ২০২১ সালের জুনের মধ্যে বাস্তবায়ন সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এডিবির ঋণের সঙ্গে কাউন্টার পার্ট হিসেবে সরকারের নিজস্ব তহবিল থেকে ১৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয় করা হবে। এ ঋণের সুদের হার হবে লন্ডন ইন্টারব্যাংক অফার রেট (লাইবর) ভিত্তিক। পাঁচ বছরের রেয়াতি মেয়াদসহ ২০ বছরে পরিশোধ করতে হবে।
×