ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্নারের সেঞ্চুরিতে অসিদের জয়

প্রকাশিত: ০৬:২৪, ১৩ জুন ২০১৬

ওয়ার্নারের সেঞ্চুরিতে অসিদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফর্মের তুঙ্গে থাকা ডেভিড ওয়ার্নারের দারুণ সেঞ্চুরির সৌজন্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৬ রানের জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগের সব ক’টি ম্যাচই ছিল যেখানে লো-স্কোরিং সেখানে এদিন দু-দলের ব্যাটসম্যানরা ভালই রান পেয়েছেন। সেন্ট কিটসে টস জিতে ব্যাটিং নেয়া অসিরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে ৪৭.৪ ওভারে ২৫২ রানে অলআউট হয় এবি ডি ভিলিয়ার্সের দ. আফ্রিকা। ১০৯ রানের চমৎকার ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়ার্নার। একই ভেন্যুতে আজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে স্বপ্নের সময় কাটাচ্ছেন ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সামনে থেকে নেতৃত্ব দিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা উপহার দিয়েছেন। ১৭ ম্যাচে ৯ হাফ সেঞ্চুরির সাহায্যে ৬০.৫৭ গড়ে করেছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮৪৮ রান। বাঁহাতি ওপেনার ত্রিদেশীয় সিরিজেও সেই ধারা অব্যাহত রেখেছেন। গায়ানায় ক্যারিবিয়দের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে করেছিলেন অপরাজিত ৫৫, পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার দিনে ব্যর্থ (১) হলেও পরশু দুর্দান্ত প্রতাপে তুলে নিলেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ঘুরে দাঁড়াল তার দল অস্ট্রেলিয়াও। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো স্মিথ-বাহিনী। ১২০ বলে ১১ চার ও ২ ছক্কায় দারুণ ইনিংসটি সাজিয়েছেন ওয়ার্নার। ওপেনিংয়ে এ্যারন ফিঞ্চের সঙ্গে ৪৮ ও দ্বিতীয় উইকেটে উসমান খাজার সঙ্গে গড়েছেন ১৩৬ রানের জুটি। ফিঞ্চ ১৩ রান করে আউট হলেও অষ্টম ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন খাজা (৫৯)। রান পেয়েছেন স্মিথও। ৪৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়া অধিনায়ক। শেষ দিকে ম্যাথু ওয়েড ১৪ বলে ৩ ছক্কায় খেলেন ২৪ রানের কার্যকর ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে ইমরান তাহির ২, কাইল এ্যাবট, কাগিসো রাবাদা, ওয়াইন পারনেল ও এ্যারন ফাঙ্গিসো নেন ১টি করে উইকেট। সেন্ট কিটসের পিচ গায়ানার মতো ছিল না, এখানে শুরুতে বোলাররা ছিলেন অসহায়, তবে শেষদিকে অসি গোলকবাজরা জাদুই দেখিয়েছেন। যেখানে পেসার মিচেল স্টার্ক আর জস হ্যাজলউডের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তরুণ স্পিনার এ্যাডাম জাম্পা। এক পর্যায়ে ৩ উইকেটে ২১০ রান তুলে ফেলার পরও ২৫২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ৬০, ফ্যাফ ডুপ্লেসিসের ৬৩ রানের পাশাপাশি জেপি ডুমিনির ব্যাট থেকে এসেছে ৪১। তবে ৩৯ রান করে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ৩৯ রানে ফেরারার পরই প্রোটিয়াদের বিপর্যয়ের শুরু। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং-লাইন। স্টার্ক, হ্যাজলউড, জাম্পা প্রত্যেকেই নিয়েছেন ৩টি করে উইকেট। আগের ম্যাচে এই প্রোটিয়াদের কাছেই হেরেছিল স্মিথের দল। পরশু তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। একটি করে জয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে দ. আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ আজ জয়ী হলেই তাদের দ্বিতীয় স্থানে উঠে যাওয়ার সুযোগ থাকবে। সিরিজে লিগ পযায়ে প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। গায়ানায় প্রথম দেখায় ৬ উইকেটের বড় জয় স্মিথদের আজ মানসিকভাবে এগিয়ে রাখবে।
×