ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১০ খাতের বেশিরভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৪:২৫, ৭ জুন ২০১৬

১০ খাতের বেশিরভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ঘোষণার পর দ্বিতীয় কার্যদিবসে প্রধান স্টক এক্সচেঞ্জের ১০ খাতের বেশিরভাগ কোম্পানির দর কমেছে। কারণ বাজেটকে কেন্দ্র করে সাধারণ বিনিয়োগকারীরা ভাল কিছুর আশা করেছিল এবং তার আগে সূচক উর্ধমুখীও ছিল। কিন্তু বাজার উন্নয়নে বাজেটে কাক্সিক্ষত সুবিধা না পেয়ে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বিনিয়োগকারীদের একটি অংশ মনে করছে, বাজেটে প্রণোদনা না থাকলেও নেতিবাচক কিছুই নেই। তাই সাময়িক মন্দাবস্থা বাজার কাটিয়ে উঠতে পারবে। সোমবার ডিএসইতে বেশি দরপতনে থাকা খাতগুলো হলো- ব্যাংক, সিমেন্ট, প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও আনুষাঙ্গিক, বিদ্যুত ও জ্বালানি, বীমা, তথ্যপ্রযুক্তি, বিবিধ এবং বস্ত্র। এই খাতগুলোর মধ্যে ব্যাংক খাতের ৩০ কোম্পানির মধ্যে দর কমেছে ১২টির, বেড়েছে ৭টির এবং অপরিবর্তীত ১১ শেয়ার দর। এর পাশাপাশি সিমেন্ট খাতে ৭টির মধ্যে কমেছে ৬টির, বেড়েছে ১টির। প্রকৌশল খাতের ৩২ কোম্পানির মধ্যে দর কমেছে ২৭টির, বেড়েছে ৩টির এবং অপরিবর্তীত ১টির এবং আরও ১টি শেয়ার লেনদেন হয়নি। আর্থিক খাতের ২৩ কোম্পানির মধ্যে দর কমেছে ১১টির, বেড়েছে ৭টি, অপরিবর্তীত ৩টি এবং লেনদেন না হওয়ার সংখ্যা ২টি। খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ১৮ কোম্পানির মধ্যে দর কমেছে ১১টির, বেড়েছে ৩টির, অপরিবর্তীত ৩টি এবং ১টির লেনদেন হয়নি। বিদ্যুত ও জ্বালানি খাতের ১৯ কোম্পানির মধ্যে দর কমেছে ১৪টির, বেড়েছে ৩টির এবং অপরিবর্তীত রয়েছে ২টি। বীমা খাতের কোম্পানি সংখ্যা ৪৭টি এর মধ্যে দর কমেছে ২৪টির, বেড়েছে ১৩টির, অপরিবর্তীত ৭টি এবং লেনদেন হয়নি ৩টি শেয়ার। তথ্যপ্রযুক্তি খাতের ৭ কোম্পনির মধ্যে কমেছে ৫টির, বেড়েছে ১টি এবং অপরিবর্তীত রয়েছে ১টির শেয়ার দর। বিবিধ খাতের ১২ কোম্পনির মধ্যে দর কমেছে ১১টির, অপরিবর্তীত রয়েছে ১টি এবং কোন শেয়ারের দর বাড়েনি। বস্ত্র খাতের ৪৪ কোম্পনির মধ্যে দর কমেছে ২৬টির, বেড়েছে ১২টির, অপরিবর্তীত ৫টি এবং লেনদেন হয়নি ১টি কোম্পনির শেয়ার।
×