ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কালীগঞ্জে স্কুল ক্যাম্পেইন

প্রকাশিত: ০০:২৫, ২৬ মে ২০১৬

কালীগঞ্জে স্কুল ক্যাম্পেইন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধকল্পে দু’টি স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগীতায় স্থানীয় ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় ও সাওরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে এ স্কুল ক্যাম্পেইন দু’টি অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ ও মহিলা ভাইস-চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বক্তারপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আখন্দ ফারুক, ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মুর্শিদ কুলি খান ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান পলাশ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম তোরন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদসহ স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
×