ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় পর্বে নাদাল-জোকোভিচ

প্রকাশিত: ০৬:৪৬, ২৬ মে ২০১৬

দ্বিতীয় পর্বে নাদাল-জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশকে ১১টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন নোভাক জোকোভিচ। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটাই ছোঁয়া হলো না। রোঁলা গ্যাঁরোয় তিনবার ফাইনালে উঠেও বারবারই স্বপ্ন-ভঙ্গ হয়েছে তার। তবে এবার সেই আক্ষেপ ঘুচাতে চান সার্বিয়ান তারকা। শুরুটাও করেছেন নিজের মতো করেই। ফ্রেঞ্চ ওপেনের প্রথম পর্বে নোভাক জোকোভিচ ৬-৪, ৬-১ এবং ৬-১ সেটে হারান তাইপের লু ইয়েন সুনকে। দিনের অন্য ম্যাচে রাফায়েল নাদাল ৬-১, ৬-১ এবং ৬-১ সেটে হারান সাম গ্রোথকে। বৃটিশ তারকা এ্যান্ডি মারে প্রথম দুই সেট হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নেন। এদিন তিনি ৩-৬, ৩-৬, ৬-০, ৬-৩ এবং ৭-৫ সেটে হারান চেকপ্রজাতন্ত্রের রাদেক স্টিপানেককে। সময়ের তিন তারকা ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় পর্বে জায়গা করে নিলেও প্রথম পর্ব থেকেই ছিটকে পড়েছেন ফ্যাবিও ফোগনিনি এবং আন্দ্রেস সেপ্পির মতো তারকারা। ফ্রেঞ্চ ওপেনে তিনবারের ফাইনালিস্ট। মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে জয় পেতে তার সময় লাগে মাত্র ৯০ মিনিট। তবে প্রথম সেটে কিছুটা ছন্নছাড়া ছিলেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় ও তৃতীয় সেটে ক্রমেই ছন্দে ফিরেন তিনি। ম্যাচ শেষে তার দুই ও তিন নাম্বার সেট নিয়েই সন্তুষ্ট প্রকাশ করেছেন জোকোভিচ। এ প্রসঙ্গে সার্বিয়ান তারকা বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় সেটে অনেক ভাল খেলেছি। আমি মনে করি এই সময়ে ছন্দ খুঁজে ফিরে পেয়েছি। তবে প্রথম সেটে আমার পারফর্মেন্সে কিছুটা উত্থান-পতন ছিল। তবে এখান থেকে আমি সবকিছুই ইতিবাচকভাবে নিচ্ছি। আশাকরি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও পারফর্মেন্সের উন্নতি ঘটবে।’ এদিকে জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনে যাত্রা শুরু করেছেন এ্যান্ডি মারেও। তবে জয়ের জন্য স্কটিশ এই টেনিস তারকাকে লড়াই করতে হয়েছে ৩ ঘণ্টা ৪১ মিনিট। ৩৭ বছর বয়সী রাদেক স্টিপানেক সবসময়ই ভয়ঙ্কর প্রতিপক্ষ। এদিনও সেই রূপটাই দেখা গেল তার। তবে জিততে পেরে সন্তুষ্ট মারে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তাকে খেলাটা সবসময়ই কঠিন। তার বিরুদ্ধে ছন্দে ফেরাটা কঠিন।’ টেনিসের এই তিন তারকা ছাড়াও ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছেন স্পেনের ডেভিড ফেরার, নিকোলাস এ্যালেমগ্রো, চেকপ্রজাতন্ত্রের টমাস বার্দিচ, আমেরিকার জন ইসনার এবং স্বাগতিক দেশের জো উইলফ্রেইড সোঙ্গা। কিট আন্তর্জাতিক দাবায় জিয়ার ড্র স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের উড়িষ্যার ভূবনেশ^রে অনুষ্ঠানরত ‘কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের এলিট ক্যাটাগরির তৃতীয় রাউন্ডের খেলা শেষে তিন খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ২ পয়েন্ট, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিটেড মাস্টার সোহেল চৌধুরী ও সিরাজুল কবীর দেড় পয়েন্ট, ফিদেমাস্টার ইউনুস হাসান, যোয়ার হক প্রধান, মোহাম্মদ হাসান ও কাউসার আলী ইতি এক পয়েন্ট এবং জামালউদ্দিন ও আবুল কাশেম আধা পয়েন্ট করে পেয়েছেন। তৃতীয় রাউন্ডের খেলায় জিয়া ভারতের দেবর্ষী মুখার্জীর সঙ্গে এবং আমিন ভারতের মৃণাল গুপ্তার সঙ্গে ড্র করেন। নাসির ভারতের শুভ্রদীপ্ত দাসকে, ইতি নেপালের প্রধান মোহন সিংকে এবং ইউনুস রুবেলকে হারান। সোহেল রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইউলিবিন মিখাইলের কাছে ও সিরাজ ইন্দোনেশিয়ার হামদানি রুদিনের কাছে হেরে যান। ওয়ালটন মহিলা বিচ ফুটবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ বুধবার থেকে কক্সবাজারের বেলাভূমিতে শুরু হয়েছে ‘ওয়ালটন মহিলা বিচ ফুটবল টুর্নামেন্টে’র প্রথম আসর। উদ্বোধনী দিনের ম্যাচে তন্ময় ৬-২ গোলে তরঙ্গকে হারিয়ে শুভসূচনা করে। এই আসরে কক্সবাজার জেলার চারটি ফুটবল দল অংশ নিচ্ছে। বাকি দুটি দল হলো : তটিনী ও তপতী। অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকে ৫ হাজার টাকা করে দেয়া হবে। এছাড়া সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
×