ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিয়াঙ্কার ওপর চাপ বাড়ছে

প্রকাশিত: ০৬:১৯, ২৫ মে ২০১৬

প্রিয়াঙ্কার ওপর চাপ বাড়ছে

দিল্লি ও বিহারের পরাজয় ভুলে অসম বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে ক্ষমতাসীন বিজেপি। পাশাপাশি দীর্ঘদিন স্তমিত মোদিঝড় আবারও দমকা হাওয়ায় বইতে শুরু করেছে। লোকসভা নির্বাচনের তিন বছর আগেই প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তর ভারতের এই গো-দল। বিজেপির বর্তমান লক্ষ্য এখন উত্তর প্রদেশ ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দফায় দফায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠক তিনি করে কর্মসূচি তেরি করছেন। অন্যদিকে সর্বভারতীয় দল কংগ্রেস ক্রমাগত পরাজয়ে বিপর্যস্ত হয়ে আঞ্চলিক দলের কাতারে এসে দাঁড়িয়েছে। এখন কংগ্রেসের সর্বত্র প্রিয়াঙ্কা গান্ধীকে পুরোদমে রাজনীতিতে সক্রিয় করার দাবি উঠছে। দলের এমন দৈন্য তা কেবল প্রিয়াঙ্কার ক্যারিশমারের মাধ্যমেই দূর করা সম্ভব বলে অভিমত দিয়েছে দলের সেক্রেটারি দ্বিগবিজয়া সিংহ। চারটি বিধানসভা নির্বাচন ফলাফল ঘোষণার একদিন আগে করা সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেনÑ ‘কংগ্রেস আশা করে প্রিয়াঙ্কা সক্রিয়ভাবে রাজনীতি করবেন, যদিও এ সিদ্ধান্ত একান্ত প্রিয়াংকা ও তাঁর পরিবারের। জনগণের একজন প্রতিনিধি ও গণমানুষের নেতা হওয়ার যথেষ্ট সম্ভাবনা তাঁর রয়েছে। কংগ্রেসের নেতাকর্মীরা প্রিয়াঙ্কার রাজনীতিতে সক্রিয় হওয়ার ফলে দারুণভাবে অনুপ্রাণীত হবে।’ কিছুদিন আগে কংগ্রেসের রাজনীতিক উপদেষ্টা ও কৌশলী প্রাসান্দ কিশোরও এমন অভিমত ব্যক্ত করেছিলেন। বিগত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইলেকশন ক্যাম্পয়ন প্রাসান্দ কিশোরের তৈরি করা। বর্তমানে তিনি উত্তর প্রদেশ ও পাঞ্জাবে কংগ্রেসের হয়ে কাজ করছেন। ভারতের লোকসভা নির্বাচনে মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুলের আসন রাইবেরলি ও আমেথি আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু এখন দাবি উঠছে প্রিয়াঙ্কাকে সামনে রেখেই উত্তর প্রদেশের নির্বাচন লড়ুক কংগ্রেস। বিহারের নিতেশ ও প্রিয়াঙ্কার যৌথ প্রচারণায় বিজেপির জয়রথ রোধ করা সম্ভব বলে বিশ্লেষকদের অভিমত। সর্বভারতে যখন জাতীয় কংগ্রেসের এমন দুর্দশা সেখানে পশ্চিম বাংলায় বীর বিক্রমে ফিরে এসেছেন কলকাতার ‘দিদি’ খ্যাত তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জী। দীর্ঘ তিন দশক পর এ প্রথম কোন দল বাংলায় একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গঠন করল। এখন মোদিবিরোধী শিবিরের নেতৃত্বের স্বপ্ন দেখছেন এই তৃণমূল নেত্রী।
×