ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৬ জন আটক

প্রকাশিত: ০৮:১০, ১৭ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৬ জন আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯৬ জন আটক

মালয়েশিয়ার একটি চারতলা অ্যাপার্টমেন্টে অবৈধ অনলাইন জুয়ার আসর থেকে বাংলাদেশিসহ ৪৯৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। 

মঙ্গলবার রাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, সুবাং জয়া সিটি কাউন্সিল এবং জেনারেল অপারেশনস ফোর্সের যৌথ অভিযানে জুয়ার আসরটি ভেঙে দেওয়া হয়।

ইমিগ্রেশন বিভাগের অপারেশন শাখার উপ-মহাপরিচালক জাফরি এমবোক তাহা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, অ্যাপার্টমেন্টের তিনটি ইউনিট স্থানীয় তিনজন ব্যক্তির নামে রেজিষ্ট্রেশন করা ছিল। ভবনের ইউটিলিটি বিল রেকর্ড থেকে এই তথ্য জানা গেছে।

তবে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনটি খালি হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজনরা পালিয়ে গেছে। এসময় তারা কিছু ট্যাবলেট, মনিটর, চেয়ার ও টেবিল ফেলে গেছে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিটে সিসিটিভি স্থাপন করা ছিল বাইরের গতিবিধি নজরদারি করার জন্য। এই অভিযানটি মূলত অ্যাপার্টমেন্টে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরার জন্য চালানো হয়েছে।

সূত্র- ফ্রি মালয়েশিয়া টুডে


 

তাসমিম

আরো পড়ুন  

×