ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে বিএনপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০০:১৫, ২৩ মে ২০১৬

লক্ষ্মীপুরে বিএনপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর প্রচানায় বাধা, নেতা-কর্মী ও সমর্থকদের মারধর, সম্ভাব্য এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মো. আবু তাহের ও তার সমর্থকদের বিরুদ্ধে। একই সঙ্গে আগামী ২৫ মে ভোট কারচুপি করার ষড়যন্ত্র ও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আতংকিত শহর রূপান্তরিত করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। রবিবার দুপুরে বিএনপির মেয়র প্রার্থীর শহরের উত্তর তেমুহানী নিজ ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব অভিযোগ করেন, জেলা যুবদল সভাপতি ও বিএনপি’র ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী রেজাউল করিম লিটন। সংবাদ সম্মেলনে লিটন লিখিত অভিযোগে তিনি বলেন, মেয়র নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের প্রার্থী আবু তাহের ও তার কর্মী-সমর্থকরা বেপরোয়া হয়ে ওঠেছে। তারা অন্যায়ভাবে আমার কর্মী-সমর্থকদের মারধর, ভয়ভীতি প্রদর্শন ও অব্যাহতভাবে প্রচানায় বাধা দিচ্ছে। বিএনপির প্রচার কাজে অংশ নেওয়ায় গত কয়েকদিনে ১০ নেতাকর্মীকে মারধর, পৌরসভার ৮ ও ১৫ নাম্বর ওয়ার্ডে মাইক ভাংচুর করে চিনিয়ে নেয়া ও বিভিন্নস্থানে আমার পোষ্টার আগুনে পুড়ে এবং ছিড়ে ফেলা হয়েছে। কর্মী সমর্থক অনেককে অস্ত্র দেখিয়ে এলাকাছাড়া ও হত্যার হুমকি দেয়া হয়েছে। ভোটের দিন তারা ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করা হয়েছে। এ সব বিষয়ে নির্বাচন কমিশনের সচিব ও জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও ইহার কোনো সুফল পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সহ-সভাপতি সাইদুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী ও সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি হারুনুর রশিদ, কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
×