ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বুনন থিয়েটারের ‘নকশী কাঁথার মাঠ’ নাটকের মঞ্চায়ন কাল

প্রকাশিত: ০৩:৫৭, ২২ মে ২০১৬

বুনন থিয়েটারের ‘নকশী কাঁথার মাঠ’ নাটকের মঞ্চায়ন কাল

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বুনন থিয়েটারের উদ্যোগে ঘাঁটু গানের আঙ্গিকে ‘নকশী কাঁথার মাঠ’ নাটকের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাট্যকবি জসীমউদ্দীন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অমৃতাভ মিহির, তুষার কান্তি দে রাজন, দিদারুল দিপু, আবু ফাহিম, বুলবুল আহমেদ, সুবহে সাদিক, রোমান, কাকন, মারিয়া, শ্রাবন্তী লিজা, পাপ্পু, উজ্জ্বল, শম্পা রাজবংশী, ইমতিল ইমু, জসিম। ‘নকশী কাঁথার মাঠ’ নাটকে দেখা যায়- বৃষ্টির জারি আর মাঙনের গীত গেয়ে শিন্নির রসদ সংগ্রহের সময় ভাব বিনিময় হয় সাজু ও রূপাইয়ের। বিবাহপরবর্তী রাতে সাজু দুঃস্বপ্ন দেখে- ঘন অন্ধকারে এক অনামা অচেনা দেশে রূপাই হারিয়ে যাচ্ছে; আর ফিরবে না কোন দিন। তার কিছুকাল পরে চর দখলকে কেন্দ্র করে মানুষ খুন হলে- রূপাই ফেরার হয়। আরম্ভ হয় সাজুর দুঃখময় বিরহ সময়। সাজু তার নকশী কাঁথার নানা বরণের সুতায় সুতায় এঁকে রাখে বুকে জমা সব ব্যথা। রূপাই তো আসে না কিছুতেই। সাজু এবার আঁকে তাদের প্রণয়ের পূর্ণ মুহূর্তগুলো, যা শুধু আছে তাদেরই বুকের ভেতর গোপন কোটায়। সবার শেষে আঁকে শেষ যেবার দেখা হয়েছিল সেই আলোআভা আর বিদায়ের চিত্রছাপ। বিরহ শোকে মৃত্যু হয় সাজুর। বেশ কিছুকাল পরে গভীর রাতে তারও থেকে গভীর ব্যথাময় বাঁশির সুর শুনতে পায় গাঁয়ের মানুষজনÑভোরে এসে তারা দেখে সাজুর কবরের পাশে পড়ে আছে রূপাইÑ প্রাণহীন। তার বুকে জড়ানো সেই নকশী কাঁথা, যার গায়ে আঁকা আছে প্রণয়ের যত ছবি। নাটক প্রসঙ্গে নির্দেশক আনন জামান বলেন, প্রযোজনাটির অভিনয় নির্মাণের ক্ষেত্রে কাব্যের স্বভাবজাত প্রকাশভঙ্গি তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী বাঙলা নাটকের স্টাইলাইজ্ড এ্যাকটিং ও বর্ণনাভঙ্গি এবং ঘাঁটু গানের চরিত্রাভিনয় রীতি ও সঙ্গীত স্বভাব প্রয়োগের প্রচেষ্টা ছিল। নকশী কাঁথার মাঠ নাটকে রূপাই ও সাজুর পূর্বরাগ তৈরিতে মাঙন গীত ও বৃষ্টির জারির একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেট হিসেবে চারটি কাঠের প্লাটফর্ম দিয়ে বৃষ্টির জারির চৌকাণা খোলা মঞ্চের আদল ব্যবহার করেছি। উপরে চারটি হারিকেন ঝুলিয়ে দিয়ে আসরকেন্দ্রিক পরিবেশনার আবহ নির্মাণের অভিপ্রায় ছিল। প্রসঙ্গত, নাটক প্রদর্শনীর আগে বুনন থিয়েটারের কর্মী ও চিত্রপরিচালক সৈকত নাসিরকে থিয়েটারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে। সৈকত নাসির পরিচালিত ‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্রটি ২০১৪ সালে সেরা চিত্রনাট্যসহ মোট চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তার এই প্রাপ্তিতে বুনন থিয়েটার গর্বিত। আর এই আনন্দ উদ্যাপনে এ সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। বিশেষ অতিথি থাকবেন চিত্রপরিচালক জাকির হোসেন রাজু ও আয়োজনটির মধ্যমণি বুনন কর্মী ও চিত্রপরিচালক সৈকত নাসির।
×