ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ২৩:৩৪, ১২ মে ২০১৬

পুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় স্টক একচেঞ্জেই কমেছে লেনদেনের পরিমাণ। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ৩ শতাংশ লেনদেন কমেছে। দুই বাজারে বস্ত্র খাতের কোম্পানিগুলোর বেশিরভাগেরই দর বেড়েছে। তবে লেনদেনের আধিপত্যে থাকা কোম্পানিগুলোর বেশিরভাগেরই দর কমেছে। ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে থাকা লিন্ডে বাংলাদেশের নতুন প্রকল্পের উৎপাদন শুরুর কারণে আগের মতো বৃহস্পতিবারেও দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১০ কোটি ৭৩ লাখ টাকা কম। বুধবার এই বাজারে লেনদেন হয়েছিল ৩২২ কোটি ২ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। সকালে দরবৃদ্ধির প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৯৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লিন্ডে বিডি, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা বিডি, বিএসআরএম স্টিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডরিন পাওয়ার, ফারইস্ট নিটিং, অলিম্পিক ও শাহজিবাজার পাওয়ার। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : তসরিফা, মুন্নু সিরামিক, এ´িম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, হাক্কানী পাল্প, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অগ্রনী ইন্স্যুরেন্স, ৭ম আইসিবি, ট্রাস্ট মিউচুয়াল ফান্ড ও এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, রিপাবলিক, আজিজ পাইপস, জাহিন টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, ফাইন ফুডস, আইসিবি এমপ্লয়ীজ ১ম মিউচুয়াল ফান্ড, জেমিনি সী ফুড ও মুন্নু স্টাফলারস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফারইস্ট লাইফ, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রাইম লাইফ, বিএসআরএম স্টিল, ডরিন পাওয়ার, মবিল যমুনা বিডি, কেয়া কসমেটিকস ও কেডিএস এক্সেসরিজ।
×