ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা

প্রকাশিত: ২০:৪৭, ৩০ এপ্রিল ২০১৬

নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ ফুলছড়ি উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সরকারি ম্যানুয়াল প্রদত্ত তার দায়িত্ব পালন করতে পারছেন না। ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে তাকে নানাভাবে দায়িত্ব পালনে বাধা প্রদান করছেন বলে অভিযোগ করা হয়েছে। এব্যাপারে ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম এক লিখিত অভিযোগে জানান, স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রকাশিত উপজেলা পরিষদ ম্যানুয়াল জুলাই ২০১৩ সংশোধনী আইন বইয়ের ২৯ ধারা এর উপধারা ২ অনুসারে উপজেলা ভাইস চেয়ারম্যানগনের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হবেন। কিন্তু গাইবান্ধা ফুলছড়ি উপজেলায় এই আইন মানা হচ্ছে না। আইনের অপব্যবহার করে তাকে বিভিন্ন দপ্তর থেকে বাদ দিয়ে উপজেলা চেয়ারম্যান সভাপতি হিসেবে নিজেই দায়িত্ব পালন করছেন। এব্যাপারে ফুলছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম আরও বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ২ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উপজেলা পরিষদে তাকে একটি বসার জায়গা পর্যন্ত দেয়া হয়নি। এব্যাপারে তিনি প্রধানমন্ত্রী, সমবায় মন্ত্রণালয়সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে প্রয়োজনীয় প্রতিকারসহ তার সঠিক মূল্যায়ন দাবি করেছেন।
×