ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইবিতে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করার অভিযোগ

প্রকাশিত: ০০:১১, ২৬ এপ্রিল ২০১৬

ইবিতে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করার অভিযোগ

ইবি সংবাদদাতা ॥ সাংবাদিক সম্মেলন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগ এনে মানববন্ধন করেছে ইংরেজী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত থাকার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় অনুষদ এবং ফলিত বিজ্ঞান অনুষদ ভবনের মাঝে সচেতন নারী সমাজের ব্যানারে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে মিথ্যা, বানোয়াট, ও মানহানিকর তথ্য পরিবেশনের প্রতিবাদে মানববন্ধন করে তারা। মানববন্ধনে ইংরেজী বিভাগের শিক্ষক শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিল। এদিকে বিভাগের শিক্ষার্থীদের জোর পূর্বক মানববন্ধনে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে ইংরেজী বিভাগের ২য় বর্ষের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আজ (মঙ্গলবার) আমারদের রুটিনে কোন ক্লাস ছিল না। স্যারের স্ট্যাটাসে ক্লাস করার জন্য এসেছি। আমাদের ক্লাসের পরিবর্তে মানববন্ধনে উপস্থিত হতে হয়। সোমবার রাতে সামাজিক যোগযোগ মাধ্যমের বিভাগীয় পেজে সকল শিক্ষার্থীদের জরুরী ভিত্তিতে আসতে বলেন আমাদের শিক্ষক সজীব কুমার ঘোষ।’ উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে গত শনিবার সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের শিক্ষকরা। এসময় উপ-উপাচার্যের জামায়াত কানেকশন, পিএচডি জালিয়াতি, অর্থ ও নারী কেলেঙ্কারী, নিজ বিভাগের ছাত্রী নির্যাতনসহ ১১ দফা অভিযোগ দেন তারা।
×