ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোর পাসপোর্ট অফিসে দেড় বছরেপাসপোর্ট বই ইস্যু ও রাজস্ব আয়ে সাফল্য

প্রকাশিত: ২১:১৯, ২৬ এপ্রিল ২০১৬

যশোর পাসপোর্ট অফিসে দেড় বছরেপাসপোর্ট বই ইস্যু ও রাজস্ব আয়ে সাফল্য

স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস গত দেড় বছরে ৩৫ হাজার ৯২০টি পাসপোর্ট বই ইস্যু করেছে। এ থেকে সরকার রাজস্ব আয় করেছে ২০ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। পাঁচদিনব্যাপী সেবা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার এসব তথ্য জানান কর্মকর্তারা। যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক নাজমুল আহসান হাবিব জানান, ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ১০টি জেলায় ১০টি পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করে এই সেবার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা জরুরি ফি ৬ হাজার ৯শ’ নিয়ে ৭ কর্মদিবসে এবং সাধারণ বই ৩ হাজার ৪৫০ টাকা ফি নিয়ে ১৫ কর্মদিবসে গ্রাহকদের পাসপোর্ট দিয়ে থাকি। বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তাদের পাসপোট নিতে হলে স্ব স্ব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এনওসি প্রদর্শন থাকতে হবে। না থাকলে তারা পাসপোট পাবেন না।
×