ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিন্যান্স ও ব্যাংকিং

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০০, ২০ এপ্রিল ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩২. চলতি ও সঞ্চয়ী হিসাবের মধ্যে মূল পার্থক্য কী? ক) উদ্দেশ্যগত খ) ধরণগত গ) উপযোগিতাগত ঘ) প্রাথমিক আমানতগত ৩৩. কীসের কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্খিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়? ক) ভাগ্যের খ) ব্যবস্থাপনার গ) অনিশ্চয়তার ঘ) ঝুঁঁকির ৩৪. নিচের কোনটির জন্য স্থায়ী মূলধন প্রয়োজন হয় না? ক) কঁাঁচামাল ক্রয় খ) মেশিন ক্রয় গ) দালানকোঠা নির্মাণ ঘ) গাড়ি ক্রয় ৩৫. স্বল্পমেয়াদি অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি কেমন? র দ্রুততম রর ধীর ররর সরল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমেও করা সম্ভব কীভাবে? ক) এনি ব্রাঞ্চ ব্যাংকিং-এর মাধ্যমে খ) কল সেন্টারের মাধ্যমে গ) ইন্টানেট ব্যাংকিং-এর মাধ্যমে ঘ) ফোন ব্যাংকিং-এর মাধ্যমে ৩৭. কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করে? ক) বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে খ) পরিচালনা পর্ষদের মাধ্যমে গ) ব্যাংকের মূলধনের মাধ্যমে ঘ) ঋণ প্রদানের মাধ্যমে ৩৮. একটি দেশের মুদ্রার বিনিময় হার কিসের ওপর নির্ভরশীল? ক) বৈদেশিক মুদ্রার রিজার্ভ খ) বৈদেশিক মুদ্রার সংরক্ষণ গ) দেশীয় মুদ্রার রিজার্ভ ঘ) দেশীয় মুদ্রার সংরক্ষণ ৩৯. শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে- র রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন রর পাবলিক লিমিটেড কোম্পানি ররর প্রাইভেট লিমিটেড কোম্পানি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০. শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে অর্থসংস্থান করে কোন ধরনের ব্যবসায় সংগঠন? ক) অতি ক্ষুদ্র খ) ক্ষুদ্র গ) মাঝারি ঘ) বড় ৪১. অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করার ফলে কিসের সম্মখীন হতে হয়? ক) আয়ের খ) ব্যয়ের গ) ঝুঁকির ঘ) মুনাফার ৪২. কোনটি হোসেন আলীর খামার স্থাপনে ঝুঁকির সৃষ্টি করেছে? ক) বিচ্যুতি খ) অনিশ্চয়তা গ) পরিবেশ ঘ) ব্যর্থতা ৪৩. সমবায় ব্যাংকের মূল লক্ষ্য কী? ক) সদস্যদের মুনাফা অর্জন খ) জনকল্যাণ গ) সদস্যদের আর্থিক কল্যাণ ঘ) সদস্যদের সঞ্চয় বৃদ্ধি ৪৪. জনতা ব্যাংক কোন ধরনের ব্যাংক? ক) কেন্দ্রীয় ব্যাংক খ) ইসলামী ব্যাংক গ) আন্তর্জাতিক ব্যাংক ঘ) বাণিজ্যিক ব্যাংক ৪৫. সুদের হার ১২% হলে ২,০০০ টাকায় ৩ বছরের- র ভবিষ্যৎ মূল্য ২৮১০ টাকা রর বর্তমান মূল্য ২৮১০ টাকা ররর সুদ-আসল ২৮১০ টাকা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র, রর ও ররর ঘ) র ও ররর ৪৬. কোন বিনিয়োগ লাভজনক- গ্রহণযোগ্য প্রতীয়মান হয় তখনই, যখন- র. নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে কম হয় রর. নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ সমান হয় ররর. নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ৪৭. দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার ব্যবসায় নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? ক) বাণিজ্যিক ব্যাংকের খ) কেন্দ্রীয় ব্যাংকের গ) তালিকাভুক্ত ব্যাংকের ঘ) সবগুলোর ৪৮. সময়ের সাথে সাথে মূল্য পরিবর্তনের জন্য কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী? ক) মজুরির হার খ) বাণিজ্য হার গ) তারল্য হার ঘ) সুদের হার উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : * জনাব হাবিব বান্ধব কোম্পানির প্রথমবারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে তা ক্রয় করেন। কয়েক বছর পর তার আর্থিক সংকট দেখা দিলে তিনি তা বিক্রি করতে বাজারে যেতে চাচ্ছেন। সঠিক উত্তর: ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (ঘ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (ঘ) ৪৫. (ঘ) ৪৬. (গ) ৪৭. (খ) ৪৮. (ঘ)
×