ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএটিবিসি’র ৫৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৬:৫৭, ১৪ এপ্রিল ২০১৬

বিএটিবিসি’র ৫৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ারহোল্ডারদের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) পরিচালনা পর্ষদের ঘোষণা করা ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়েছে। ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। শেয়ারহোল্ডারদের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) পরিচালনা পর্ষদের ঘোষণা করা ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সভা হয়। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ টাকা ৪৩ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪৩ টাকা ৪৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার গ্রামীণফোনের সভা ১৯ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৯ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৪টায় সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এই প্রতিবেদন থেকে কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণ পাওয়া যাবে। উল্লেখ্য, গ্রামীণফোন ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×