ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুলিশসহ আহত ১০

বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ভাংচুর, আগুন

প্রকাশিত: ০৬:০৮, ১০ এপ্রিল ২০১৬

বগুড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ভাংচুর, আগুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস॥ বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে শনিবার বিকেলে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩ পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ১০/১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৭০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষের সময় স্থানীয় বাজারের দোকানপাট ভাংচুর এবং ৫/৬টি দোকানে অগ্নিংসংযোগ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি নির্বাচন উপলক্ষে বিকেলে বিএনপি প্রার্থীর সমর্থনে রামেশ্বরপুর একটি স্কুলের সামনে সমাবেশ চলছিল। একই সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে সমাবেশের জন্য পার্শ্ববর্তী স্থানে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা সমবেত হচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির সমাবেশের সামনের রাস্তা দিয়ে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়ার জন্য মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা যাওয়ার সময় হঠাৎ করে তাদের ওপর হামলা হয়ে। বিএনপির সমাবেশ থেকে এই হামলায় প্রায় ১০/১২টি মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেয়াসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া ও মারপিট করা হয়। পরে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা সংগঠিত হয়ে সেখানে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ সংঘর্ষ থামানের চেষ্টা করলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপে ৩ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের রাবার বুলেট ছোড়ে। পরে সংঘর্ষ রামেশ্বরপুর বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে ব্যাপক ভাংচুর হয়। একপর্যায়ে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ হয়। সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। ওই এলাকায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকী জানিয়েছেন, পরিস্থিতি শান্ত রয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, সেখানে থমথমে অবস্থা ও চাপা উত্তেজনা বিরাজ করছে।
×