ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপটা কঠিন মানছেন মাশরাফি

প্রকাশিত: ০৬:২২, ১৮ মার্চ ২০১৬

বিশ্বকাপটা কঠিন মানছেন  মাশরাফি

মিথুন আশরাফ, কলকাতা থেকে ॥ ফ্ল্যাট উইকেটেই পাকিস্তানের বিপক্ষে যে ব্যাটিং করেছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা, তাতে সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা সবারই বোঝা হয়ে গেছে। এখন থেকে যেখানেই খেলবে বাংলাদেশ, সেখানেই মিলবে ফ্ল্যাট উইকেট। শুধুই ব্যাটিং নির্ভর উইকেট। ব্যাটিং দিয়েই যেখানে জয় পাওয়ার মন্ত্র খুঁজতে হবে। কিন্তু সেই মন্ত্র কী বাংলাদেশের কাছে আছে? বৃহস্পতিবার কলকাতা থেকে ব্যাঙ্গালুরু পৌঁছেছে বাংলাদেশ দল। আজ থেকে ২১ ও ২৩ মার্চ যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ব্যাঙ্গালুরুতে অনুশীলনও শুরু করে দেবে বাংলাদেশ দল। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভাল করেই বুঝছেন যেন সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তাই তো বলেছেন, ‘কঠিন চ্যালেঞ্জ সামনে।’ অস্ট্রেলিয়া ম্যাচকে সামনে রেখে মাশরাফি বলেছেন, ‘আমরা যেটা করতে চাই ম্যাচে ফোকাস করতে চাই। পাকিস্তানের কাছে আমরা ৫৫ রানে হেরেছি, সেটা অনেক বড় ব্যবধান ছিল। হয়তো বা আমরা এটা চাইনি। রানটা আমরা একটু ক্লোস করতে চেয়েছি। পরের ম্যাচে আমাদের অবশ্যই ভাল করতে হবে। এর থেকেও আরও ফ্ল্যাট উইকেট হবে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ আরও স্ট্রং হবে। অবশ্যই আমাদের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। আমি মনে করি আমাদের মাইন্ড সেটআপ ঠিক করতে হবে। রি গ্রুপ করে আমাদের আবার ফিরে আসতে হবে। আসলে ওভার অল দূরের কথা বলা কঠিন। আমাদের লক্ষ্য সামনের ম্যাচ। এ গ্রুপের প্রতি ম্যাচই আমাদের জন্য কঠিন হবে।’ শুধু অস্ট্রেলিয়া নয়, সামনে যে তিন দল আছে (অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড) সবার সঙ্গেই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাংলাদেশ। তা জানেন মাশরাফিও, ‘আসলে আলাদা করে বলার কিছু নেই। এই গ্রুপে চার দলই এসেছে যারা সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলবে। আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা সেটাই আশা করছি। দুর্ভাগ্যবশত আমাদের যে খেলাটা খেলার কথা ছিল সেটার কিছুই পাকিস্তানের বিপক্ষে করতে পারিনি। আমাদের জন্য কঠিন ও ভিন্ন চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। ভারত ও নিউজিল্যান্ড খুব ভাল ফর্মে আছে। ভারত শেষ ১২ ম্যাচের ১০টিই জিতেছি। অস্ট্রেলিয়া তো সব সময়ই কঠিন দল। আমাদের জন্য তিনটা ম্যাচে তিন ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ মার্চ ম্যাচ। ম্যাচটি ব্যাঙ্গালুরুতে হবে। এ ম্যাচটির আগে সবার আশা ছিল ২৫ বছর পর যে ইডেন গার্ডেনে বাংলাদেশ খেলছে, প্রথমবারের মতো বর্তমান দলের ক্রিকেটাররা খেলছেন; পাকিস্তানকে হারিয়ে দেবেন। কিন্তু হার দূরে থাক, পাকিস্তানতো বাংলাদেশকে এলোমেলোই করে দিল। এ ম্যাচটি নিয়েই সবার আগে ভাবতে হচ্ছে মাশরাফিদের। ভুলগুলো যে শুধরে নিতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে হাতে আছে চারদিন। এ চারদিনেই সব ভুল শুধরে অসিদের বিপক্ষে নামতে হবে। তার আগে পাকিস্তানের বিপক্ষে হারের ময়নাদন্তও করতে হবে। মাশরাফি তা করার চেষ্টা করছেনও, ‘পাকিস্তানের বোলিং এ্যাটাকে এটা সব সময় কঠিন ছিল। আমরা চেষ্টা করেছিলাম। যত রানেই হারি, আমরা চেষ্টা করেছিলাম একটা স্টেজে গিয়ে যেন রান রেটটা একটু বাড়ে। রান রেট যেন ইকুয়াল থেকে যেন পরবর্তীতে চেজ করতে পারে। রানটা বেশি হয়ে গিয়েছিল পাকিস্তানের বোলিং এ্যাটাক অনুসারে। আমরা প্রথম ছয় ওভার থেকে খেলাটা ধরতে পারিনি। যে এ্যাটাকগুলো করেছে, সেগুলোতে ওরা সাফল্য পেয়েছে। পরবর্তীতে আমরা আমাদের পরিকল্পনা মতো কাজ করতে পারিনি। ওরা যখন প্রথম ছয় ওভারে যে শটগুলো খেলছিল, আমরা সে প্রেসারটা নিতে পারিনি। তখন থেকেই আমরা পিছিয়ে গিয়েছি। আমার মনে হয় সবাই ইতিবাচক ছিল। ওরা যখন এ্যাটাক করেছে তখন আমরা পিছিয়ে যাই।’ পাকিস্তানের সঙ্গে যে এমন হয়েছে, এটা একটা ভুল থেকেই। উইকেটই যে পরখ করতে পারেননি মাশরাফিরা। তাই জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘আসলে প্রথম যখন উইকেট দেখছিলাম তখন একটু ঘাস ছিল। মনে হচ্ছিল উইকেটে বল একটু ধরবে। আমাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। ব্যাঙ্গলুরুতে আমাদের খুব তাড়াতাড়ি এ্যাডজাস্ট করতে হবে।’ পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত খেলেননি। মাশরাফিকে এ প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছে। মাশরাফি জবাবও দিয়েছেন, ‘মুস্তাফিজ খুব কাছেই ছিল। শেষ পর্যন্ত ওকে নিতে পারিনি। হয়তো বা সামনের ম্যাচে ওকে দেখা যেতে পারে। আসলে এটা যে কোনভাবে দেখা যেতে পারে। এ মুহূর্তে ও দলের সেরা বোলার। আমরা চাইছি ও যখন সুস্থ হবে তখন খেলবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ খেলার জন্য বেশ ক্লোজ ছিল। খুব করে চাচ্ছিলাম ম্যাচটি ও খেলুক। কারণ প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। আমি আসা করব, সামনের ম্যাচে খেলবে।’ এখন মুস্তাফিজ খেললেই হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনও খেলা হয়নি মুস্তাফিজের। কে জানে, মুস্তাফিজই অসিদের নাস্তানাবুদ করে দিতে পারেন। তবে তা যে কঠিন তা সবারই জানা।
×