ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জমি দখলের পাঁয়তারা নীলফামারীতে শিবঠাকুর মন্দির ভাংচুর

প্রকাশিত: ০৫:৪০, ১৮ মার্চ ২০১৬

জমি দখলের পাঁয়তারা নীলফামারীতে শিবঠাকুর  মন্দির  ভাংচুর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অবৈধভাবে জমি দখলের পাঁয়তারায় নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের কয়া মিস্ত্রিপাড়ায় নবনির্মিত শিবঠাকুর মন্দির ভাংচুর করা হয়েছে। বুধবার গভীর রাতে ভূমিদস্যু আহমেদ উডের মালিক ইফতেখার আহমেদ জনির ভাড়াটিয়া সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মন্দির ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠন সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে। মানববন্ধন চলাকালীন সমাবেশে সৈয়দপুরের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজ কুমার পোদ্দার রাজু ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রঞ্জন কুমার রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক যোগেন্দ্র নাথ রায় এবং সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. তুষার কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, সৈয়দপুর শহরের কয়া মিস্ত্রিপাড়ায় দেবোত্তর সম্পত্তিতে শ্রীশ্রী শিবঠাকুর মন্দির নির্মাণের কাজ চলছে। ওই সম্পত্তির কিছু অংশ অবৈধভাবে দখল করার চেষ্টা করছে ভূমিদস্যু আহমেদ উডের মালিক ইফতেখার আহমেদ জনিসহ তাঁর ভাইয়েরা। এ অবস্থায় বুধবার রাতে নবনির্মিত মন্দিরটিতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
×