ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে আন্তর্জাতিক সালিশে যাচ্ছে জাপান

প্রকাশিত: ০৪:২০, ১৮ মার্চ ২০১৬

বিরোধপূর্ণ দ্বীপ নিয়ে আন্তর্জাতিক সালিশে যাচ্ছে জাপান

পূর্ব চীন সাগরে চীনের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে আন্তর্জাতিক সালিশে যাওয়ার কথা চিন্তাভাবনা করছে জাপানের ক্ষমতাসীন দল। বুধবার দলটির পক্ষ থেকে সরকারের কাছে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে এ অঞ্চলের আরেকটি দেশ ফিলিপিন্স ইতোমধ্যেই আন্তর্জাতিক সালিশের দারস্থ হয়েছে। সীমান্ত ইস্যু চীন-জাপান সম্পর্ক অনেক দিন ধরেই উত্তেজনাপূর্ণ হয়ে আছে। খবর ইয়াহু নিউজের। পূর্ব চীন সাগরে অবস্থিত কয়েকটি জনবসতিহীন দ্বীপের ওপর মালিকানা দাবি করে চীন এখন সেখানে তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করেছে। জাপান চীনকে এ কাজ বন্ধ করার আহ্বান জানালেও তাতে কোন কাজ হয়নি। জাপান অভিযোগ করেছে, ২০০৮ সালে দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হলেও চীন একতরফাভাবে তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করে সেই চুক্তি লঙ্ঘন করেছে। দ্বীপগুলো নিয়ে দুই দেশের মধ্যে স্পষ্ট কোন সীমারেখা না থাকার সুযোগে চীন সেখানে একতরফাভাবে কাজ শুরু করে দিয়েছে। চীনের কথা হলো, পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে অমীমাংসিত সীমান্তের আশপাশে যে কোন জায়গায় অনুসন্ধানকাজ করার অধিকার তাদের রয়েছে। পূর্ব চীন সাগরে চীনের কূপ খনন নিয়ে দ্রুত আলোচনার উদ্যোগ গ্রহণের জন্য বুধবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সরকারের কাছে অনুরোধ করেছে। অন্যথায় বিষয়টি আন্তর্জাতিক সালিশ আদালতে তোলা হোক বলেও জানিয়েছে দলটি। এলডিপি নেতা ইয়োশাকি হারাদা বলেছেন, ‘চীন যদি আমাদের অনুরোধ বরা বার অগ্রাহ্য করতে থাকে তবে আমাদের অন্য পথ দেখতে হবে।’ দলের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর হারাদা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, জাপানের একের পর এক অনুরোধ উপেক্ষা করে চীন সাম্প্রতিক বছরগুলোতে তেল ও গ্যাস অনুসন্ধান করেই যাচ্ছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে চীনের এমন কর্মকা-ের প্রতিবাদ জানিয়ে ফিলিপিন্স আন্তর্জাতিক সালিশ আদালতে বিষয়টি তুলেছে। এতে চীন ফিলিপিন্সের ওপর বেশ রুষ্ট।
×