ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রস্তুত ম্যাথুস চ্যালেঞ্জ মোকাবেলায়

প্রকাশিত: ০৬:১০, ১১ মার্চ ২০১৬

প্রস্তুত ম্যাথুস চ্যালেঞ্জ মোকাবেলায়

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎ করেই টি২০ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন লাসিথ মালিঙ্গা। অবশ্য সাম্প্রতিক সময়ে নিজের ফিটনেসের যে অবস্থা, তাতে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেন এ লঙ্কান পেস স্তম্ভ। টি২০ বিশ্বকাপের আগে হুট করে তাই দায়িত্ব বর্তেছে এ্যাঞ্জেলো ম্যাথুসের কাঁধে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রস্তাবটা ফেলতে পারেননি ওয়ানডে ও টেস্ট অধিনায়ক ম্যাথুস। বিশ্বকাপ দিয়েই তিনি দলকে টি২০ ফরমেটেও নেতৃত্ব দেবেন। এটিকে বড় ধরনের একটি চ্যালেঞ্জ মনে করছেন এ অলরাউন্ডার। তবে সেই অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলায় নিজে প্রস্তুত আছেন বলে দাবি করেছেন তিনি। ১৭ মার্চ সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লঙ্কানরা। এর আগেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছেন তিনি। দীর্ঘ ইনজুরি কাটিয়ে এবার এশিয়া কাপে ফিরেছিলেন মালিঙ্গা। কিন্তু একটি ম্যাচ খেলার পরই আবার ইনজুরিতে আক্রান্ত হন তিনি। ফলে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলতে পারেননি তিনি। ফিটনেস সমস্যাটা পুরোপুরি কাটিয়ে উঠতেও পারেননি এখন পর্যন্ত। এশিয়া কাপের দুই ম্যাচে ম্যাথুস নেতৃত্ব দিয়েছেন। তিনিও ইনজুরিতে পড়ায় একটি ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করেন দিনেশ চান্দিমাল। কিন্তু এবার মালিঙ্গা টি২০ বিশ্বকাপে দলের নেতৃত্বটাও ছেড়ে দিয়েছেন। ভারটা চেপেছে ম্যাথুসের কাঁধে। বর্তমানে দল নিয়ে তিনি এসেছেন মুম্বাইয়ে। অনুশীলন করছে শ্রীলঙ্কা বিশ্বকাপ উপলক্ষে। এ বিষয়ে ম্যাথুস বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু আমার বেশ কয়েক বছর ধরেই দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু এটা নতুন চ্যালেঞ্জ। নির্বাচকরা এবং লাসিথ নিজেও চিন্তা করেছেন এ টুর্নামেন্টসহ লম্বা সময় ধরে যেন কাজ করা সম্ভব নয় একসাথে। এ কারণেই পুরো অবস্থারই পরিবর্তন ঘটেছে। এখন আমার নিজের সেরাটা দিয়েই চেষ্টা করতে হবে। আর দলের কাছ থেকেও সর্বোচ্চটা বের করে আনতে হবে।’ ম্যাথুস শ্রীলঙ্কার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। কিন্তু চান্দিমালের পরিবর্তে ২০১৪ টি২০ বিশ্বকাপের মাঝপথে মালিঙ্গাকে অধিনায়ক করা হয়। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ জয় করে লঙ্কানরা। সেটার পুরস্কার হিসেবেই মালিঙ্গা টি২০ দলের নিয়মিত অধিনায়ক হয়ে যান। কিন্তু এরপর শ্রীলঙ্কার ১৪ টি২০ ম্যাচের মধ্যে মাত্র ৬টি খেলতে পেরেছেন মালিঙ্গা। আর এ বছর শুধু একটিই ম্যাচ খেলেছেন এশিয়া কাপে আরব আমিরাতের বিরুদ্ধে। মাত্র ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন। ইনজুরির কারণে আর খেলতে পারেননি। এবার টি২০ বিশ্বকাপেও মালিঙ্গার খেলা নিয়ে আছে বড় শঙ্কা। তবে ম্যাথুস আশা করছেন প্রথম ম্যাচেই ফিরতে পারবেন দলের সেরা টি২০ বোলার। এ বিষয়ে ম্যাথুস বলেন, ‘আমরা আশা করছি লাসিথ প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন। এখনও অবশ্য তিনি অনুশীলন ম্যাচগুলো খেলবেন না। আমরা তাঁকে বিশ্রাম দিতে চাই সেরে ওঠার। কারণ আমরা জানি তাঁর মধ্যে কি সামর্থ্য ও গুণ আছে। তিনি যদি দুয়েকটি সেশন অনুশীলন করতে পারেন তাহলেই সরাসরি ম্যাচ খেলার জন্য পূর্ণ প্রস্তুত হয়ে যাবেন। আর সেটাই প্রত্যাশা আমাদের। এখন আমার দেশ এবং বোর্ড আমার ওপর আস্থা রেখেছে সেটা আমি রক্ষার চেষ্টা করব। আমরা ফেবারিট হিসেবে যাচ্ছি না, আর এটাই আমাদের পক্ষে কাজ করবে। এশিয়া কাপে হয় তো আমরা ভাল ক্রিকেট খেলিনি, কিন্তু আমাদের মনোবল অটুট আছে। আমরা হতাশ নই এবং এশিয়া কাপ নিয়ে শোক করছি না। সেটা শেষ হয়ে গেছে। আমরা নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
×