ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মীর কাশেমের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি শেষ বুধবার

প্রকাশিত: ০০:১২, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

মীর কাশেমের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি শেষ বুধবার

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর খালাস চেয়ে করা আপীল শুনানিতে বুধবার রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হতে পারে। বুধবার আপিলের চূড়ান্ত শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবেন। পরে মীর কাসেমের পক্ষে তার আইনজীবীরা আইনী পয়েন্টে যুক্তিতর্ক উপস্থান শেষ হলে বুধবারই মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখা হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে মীর কাসেমের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এস এম শাহজাহান উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে আসামিপক্ষ যুক্তি খণ্ডন শেষ করবেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ করার পরেই মামলার পরবর্তী পর্যায় হলো রায় ঘোষণা। মঙ্গলবার রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করেন আদালত। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
×