ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচক ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে সরাল চীন

প্রকাশিত: ০৪:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০১৬

সূচক ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে সরাল চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের মধ্য আস্থা ফিরিয়ে এনে পুঁজিবাজারের সূচককে ঘরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে চীন। এরই অংশ হিসেবে দেশটির সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা ‘চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি)’-এর প্রধান শিয়াও গ্যাংকে সরিয়ে দিয়েছে দেশটি। চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বড় ধরনের পতনের মুখে পড়ে দেশটির পুঁজিবাজার। মাত্র এক সপ্তাহের মধ্যে তো দুদিনই লেনদেন স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কোনভাবে যেন এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারছে না দেশটির বাজার। এর পাশাপাশি ডলারের বিপরীতে মুদ্রার অবনমন যেন সামগ্রিকভাবে দেশটির অর্থনীতিকে চাপে ফেলেছে। এ পরিস্থিতির মধ্য নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে সরানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। খবরে বলা হয়, শিয়াও গ্যাংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন লিউ শিয়উ। নতুন পদে আসীন হওয়ার আগে চীনা কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন লিউ। তিনি চীনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গবর্নর হিসেবেও একসময় দায়িত্ব পালন করেন। একটি সিকিউরিটিজ হাউজের ফান্ড ব্যবস্থাপক জ্যাং কাইহুয়া জানান, সম্প্রতি পুঁজিবাজারে যে ধরনের বিপর্যয় হয়েছে তাতে শিয়াওকে সরানোর সিদ্ধান্ত আশ্চর্যের কিছু না। কারণ পুঁজিবাজারে পতনের পর পতনে বিনিয়োগকারীরা শুধু অর্থ হারানোর অভ্যাসে পরিণত হয়েছিল। আর এমন অবস্থায় এটা দরকার ছিল। গত সামারে মাত্র কয়েক মাসে সাংহাই ও শেনজেন বাজার তো ৪০ শতাংশের মতো পয়েন্ট হারিয়েছে। অব্যাহত মূল্যপতন ঠেকাতে গত জানুয়ারিতে ‘সার্কিট ব্রেকার’ নামে নতুন পদ্ধতি চালু হয়। এ কারণেই গত মাসে দেশটিতে দু’বার স্টক মার্কেট বন্ধ হয়ে যায়। কিন্তু বিনিয়োগকারীদের অভিযোগে এই পদ্ধতি স্থগিত করে দেয়া হয়। চীনের বাণিজ্যমন্ত্রী জানান, তিনি বিশ্বাস করেন, দেশের ব্যবসা পরিস্থিতি স্থিতিশীল হবে। এবং এ বছর আরও উন্নতি হবে। কোন লভ্যাংশ দেয়নি প্রাইম ফাইন্যান্স অর্থনৈতিক রিপোর্টার ॥ লোকসানে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ফলে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ দিতে পারেনি প্রতিষ্ঠানটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় প্রাইম ফাইন্যান্স।
×