ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে মোবাইল ছিনতাই অভিযোগে শিশু নির্যাতন

প্রকাশিত: ০৮:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

ময়মনসিংহে মোবাইল ছিনতাই অভিযোগে শিশু নির্যাতন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে ১২ বছরের শিশু সাদ্দামকে পিটিয়ে আহত করার ঘটনার ভিডিও নিয়ে ময়মনসিংহ শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শহরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সফির উদ্দিন সফুর নেতৃত্বে এই শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে পাটগুদাম ব্রিজমোড় বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। নির্যাতনকারীরা নির্যাতনের পর শিশুটিকে থানা পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ রাতে শিশুটিকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা পারভীন। তবে পারভীন মামলায় কারও নাম উল্লেখ করেননি বলে কোতোয়ালি পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানায়, পারভীন আক্তার শিশু সাদ্দামকে নিয়ে কৃষ্টপুর বস্তিতে বাস করে। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন তার ছেলে মোবাইল ছিনতাইকারী নয়। তিনি নির্যাতনকারীদের বিচার দাবি করেন। পুলিশ জানায়, পাটগুদাম বাসস্ট্যান্ডে মোবাইল ছিনতাইয়ের সময় সাদ্দামকে লোকজন হাতেনাতে ধরে পুলিশে দেয়। অভিযুক্ত সফি জানান, সাদ্দাম এক মহিলার মোবাইল ছিনতাই করে ধরা পড়লে চড়থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
×