ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফারাবি ও মুফতি রাহমানীর বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু

প্রকাশিত: ০৮:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

ফারাবি ও মুফতি রাহমানীর বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ ইন্টারনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর অভিমত প্রকাশ করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের মামলায় বিজ্ঞানমনস্ক লেখক বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ রায় হত্যাকা-ের অন্যতম সন্দেহভাজন আসামি ছাত্রশিবিরের সাবেক কর্মী শফিউর রহমান ফারাবির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করেছে আদালত। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের কথিত আধ্যাত্মিক নেতা মুফতি জসীমুদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামছুল অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ৫ এপ্রিল দিন ধার্য করেন। এদিন একই বিচারক আনসারুল্লাহ বাংলাটিমের আধ্যাত্মিক নেতা রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেছেন। সাক্ষ্যের জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। সেই সঙ্গে মামলায় আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য পলাতক সাইফুল ইসলাম প্রকাশ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, কাজী রেজোয়ান শরীফ, নাইমুল হাসান ও জুনুল শিকদারকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। অপর চার আসামি হচ্ছে আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফিত জসীমুদ্দিন রাহমানী (কারাবন্দী), সদস্য আবু হানিফ (কারাবন্দী), আব্দুল্লাহ আল আসাদুল্লাহ (কারাবন্দী), আলী আসাদ (জামিনে)। এমন খবরের সত্যতা নিশ্চিত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ড. এএইচএম কামরুজ্জামান জনকণ্ঠকে বলেন, বৃহস্পতিবার মামলা দুটির কার্যক্রম শুরু হয়েছে।
×