ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আপিল বিভাগে কাদের সিদ্দিকীর আবেদনের শুনানি দুই সপ্তাহ পর

প্রকাশিত: ২৩:২৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬

আপিল বিভাগে কাদের সিদ্দিকীর আবেদনের শুনানি দুই সপ্তাহ পর

স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বৈধ নয় বলে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে কাদের সিদ্দিকীর করা আবেদন দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করা হয়েছে। রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। তিনি জানান, আদালত আবেদনটি দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন। এর মধ্যে নিয়মিত আপিল করতে বলা হয়েছে। এর মধ্যে ইসি কোনো ধরনের কার‌্যক্রম করতে পারবে না। তবে ইসি’র আইনজীবীরা জানিয়েছেন, চেম্বার আদালত তাদের আবেদনে সাড়া দেননি। তাই হাইকোর্টের রায় বহাল রয়েছে। কাদের সিদ্দিকীর করা রিট খারিজ করে দিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ নয় বলে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখে রায় দেন। এরপর হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন কাদের সিদ্দিকী।
×