ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুবাদ : শামসুজ্জামান হীরা

মার্সিডিজ অন্ত্যেষ্টিক্রিয়া ও অন্যান্য গল্প : ন্গুগি ওয়া থিয়োঙ্গ’ও

প্রকাশিত: ০৫:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০১৬

মার্সিডিজ অন্ত্যেষ্টিক্রিয়া ও অন্যান্য গল্প : ন্গুগি ওয়া থিয়োঙ্গ’ও

ন্গুগি ওয়া থিয়োঙ্গ’ও কেনিয়ার লেখক, যিনি বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, আর্ভিনের একজন সম্মাানিত অধ্যাপক। তাঁর গল্পে ফ্যনোনিস্ট মার্কসিজমের গভীর ছাপ লক্ষ্য করা যায়। তিনি উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এবং তাদের রাজনৈতিক-মানসিক-সাংস্কৃতিক সহযোগী দেশীয় লুটেরা এলিট শ্রেণীর বিরুদ্ধে সোচ্চার; আর এ-কারণেই তাঁকে নিজ দেশে এমনকি বিদেশেও বারবার নির্যাতন ভোগ করতে হয়েছে, শিকার হতে হয়েছে হয়রানির। সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য একজন প্রার্থী হিসাবে অনেক বছর থেকেই তাঁর নাম আলোচিত হয়ে আসছে। তাঁর রচনাগুলো দেশ-কালের গ-ি পেরিয়ে চিরায়ত সাহিত্যের লক্ষণ ধারণ করে। নির্দ্বিধায় বলা যায় এই সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত মার্সিডিজ অন্ত্যেষ্টিক্রিয়া বড় গল্পটি বিশ্বসাহিত্যে এক অনন্য সংযোজন। প্রচ্ছদ : ধ্রুব এষ, মূল্য : ১৫০ টাকা।
×