ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানকে তাৎক্ষণিক পদত্যাগের আহ্বান ট্রাম্পের

প্রকাশিত: ০৮:৩০, ৩ জুলাই ২০২৫

ফেডারেল রিজার্ভ চেয়ারম্যানকে তাৎক্ষণিক পদত্যাগের আহ্বান ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ-এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের পদত্যাগ দাবি করেছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “‘টু লেট’ এখনই পদত্যাগ করা উচিত!!!”

তিনি তাঁর পোস্টে ফেডের ওয়াশিংটন সদর দপ্তরের সংস্কার নিয়ে জেরোম পাওয়েলের বক্তব্য তদন্তের আহ্বান জানানো একটি সংবাদ লিংকও শেয়ার করেন।

প্রসঙ্গত, প্রথম দফায় প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পই জেরোম পাওয়েলকে ফেডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে পরবর্তীতে তিনি বারবার পাওয়েলকে সমালোচনা করেন, বিশেষ করে সুদের হার না কমানোর কারণে। যদিও ট্রাম্পের সরাসরি পাওয়েলকে অপসারণের কোনো আইনি ক্ষমতা নেই।

এ বছরের শুরুতেও ট্রাম্প বলেছিলেন, তাঁর জেরোম পাওয়েলকে বরখাস্ত করার কোনো ইচ্ছা নেই।

ট্রাম্পের দাবি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সুদের হার কমানো জরুরি। কিন্তু মঙ্গলবার পাওয়েল জানান, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ফেডের সুদের হার কমানোর পরিকল্পনায় প্রভাব ফেলেছে।

পর্তুগালে কেন্দ্রীয় ব্যাংকারদের এক বৈঠকে যখন তাঁকে প্রশ্ন করা হয়, শুল্ক বৃদ্ধির পরিকল্পনা না থাকলে যুক্তরাষ্ট্রে এ বছর আরও সুদের হার কমত কি না—তখন তিনি বলেন, “আমার মনে হয়, সেটাই সঠিক হতো।”

বিবিসি ট্রাম্পের মন্তব্য নিয়ে ফেডারেল রিজার্ভের প্রতিক্রিয়া জানতে চাইলে, তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার আগে, পাওয়েল বলেছিলেন তিনি প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করবেন না এবং “আইন অনুযায়ী প্রেসিডেন্ট তাঁকে পদত্যাগে বাধ্য করতে পারেন না।”

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ১৯৩৫ সালের এক রায় অনুযায়ী, ফেডের মতো স্বাধীন সংস্থার বোর্ড সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগে শুধু যথাযথ কারণ থাকলেই অপসারণ করা যায়।

তবে রাজনৈতিক নিয়ম ভেঙে ফেলা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। অতীতেও তিনি একাধিক স্বাধীন নিয়ন্ত্রককে বরখাস্ত করেছেন, যেগুলো নিয়ে আদালতে আইনি চ্যালেঞ্জ এসেছে।

এদিকে বুধবার, ফেডারেল হাউজিং ফিনান্স এজেন্সির পরিচালক বিল পাল্টে কংগ্রেসের প্রতি জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, “আমি কংগ্রেসের কাছে আহ্বান জানাচ্ছি, জেরোম পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত এবং মিথ্যাচারপূর্ণ সাক্ষ্য নিয়ে তদন্ত করা হোক—যা তাঁকে অপসারণের জন্য যথেষ্ট।”

গত সপ্তাহে সেনেটে বক্তব্য রাখতে গিয়ে পাওয়েল বলেছিলেন, ফেড সদর দপ্তরের সংস্কার নিয়ে যে ব্যয়বহুলতার অভিযোগ উঠেছে, তার অনেকগুলো “ভুল ও বিভ্রান্তিকর।”

সূত্র: বিবিসি

নোভা

×