ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আল-কায়েদার ঘনিষ্ঠ গোষ্ঠীর দাপটে তিন ভারতীয় নাগরিক অপহৃত

প্রকাশিত: ০৮:০৬, ৩ জুলাই ২০২৫

আল-কায়েদার ঘনিষ্ঠ গোষ্ঠীর দাপটে তিন ভারতীয় নাগরিক অপহৃত

ছবি: সংগৃহীত

ভারত বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে মালিতে তিন ভারতীয় নাগরিক অপহৃত হওয়ার ঘটনায়। পশ্চিম আফ্রিকার এই দেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই অপহরণের ঘটনা ঘটে।

অপহরণের একদিন পর, বুধবার নয়াদিল্লি মালির সরকারকে ওই ভারতীয়দের “নিরাপদ ও দ্রুত মুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) এক বিবৃতিতে জানায়, কায়েস অঞ্চলের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরিতে কর্মরত তিন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “ঘটনাটি ঘটে ১ জুলাই, যখন সশস্ত্র দুষ্কৃতকারীদের একটি দল কারখানার ভেতরে সমন্বিত হামলা চালিয়ে জোরপূর্বক তিন ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে যায়।”

তবে এই অপহরণের দায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এদিকে, আল-কায়েদার সহযোগী সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (JNIM) মালির বিভিন্ন এলাকায় মঙ্গলবারের একাধিক হামলার দায় স্বীকার করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বামাকোতে ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা বাহিনী এবং ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরির ব্যবস্থাপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে ও নিয়মিত যোগাযোগ রাখছে। অপহৃত ভারতীয়দের পরিবারের সঙ্গেও দূতাবাস যোগাযোগ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, “ভারত সরকার এই জঘন্য সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় এবং মালির সরকারকে আহ্বান জানায় যাতে তারা দ্রুত ও নিরাপদভাবে অপহৃত ভারতীয়দের মুক্তি নিশ্চিত করে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্যেষ্ঠ কর্মকর্তারা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন এবং ভারতীয় নাগরিকদের দ্রুত ও নিরাপদ মুক্তির জন্য বিভিন্ন স্তরে সক্রিয় যোগাযোগ অব্যাহত রেখেছেন।

মালিতে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, সতর্ক থাকা এবং বামাকোতে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারত সরকার অপহৃত ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় সব সহায়তা অব্যাহত রাখবে।”

আবির

×