ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আনায় কৃতিত্ব দাবি ট্রাম্পের!

প্রকাশিত: ০৭:৫৬, ৩ জুলাই ২০২৫; আপডেট: ০৭:৫৬, ৩ জুলাই ২০২৫

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে আনায় কৃতিত্ব দাবি ট্রাম্পের!

ছ‌বি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তাঁর প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প বলেন, "আমেরিকার সীমান্ত এখন সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। জুন মাসে যুক্তরাষ্ট্র কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (CBP) মাত্র ২৫,২৪৩টি ‘ন্যাশনওয়াইড এনকাউন্টার’ নথিভুক্ত করেছে, যার মধ্যে কাউকে দেশের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।"

তিনি আরও বলেন, “আমেরিকার সীমানা এখন নিরাপদ, এটা গোটা বিশ্ব জানে। আমরা শুধু চাই এটাকে এমনভাবেই রাখার জন্য রিপাবলিকানদের প্রস্তাবিত 'দ্য ওয়ান, বিগ, বিউটিফুল বিল' পাস করাতে হবে।”

ট্রাম্পের সীমান্ত নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা থমাস হোম্যানও এ বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “পুরো জুন মাসে সীমান্তে মোট এনকাউন্টারের সংখ্যা ছিল মাত্র ৬,০৭০। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত কম সংখ্যক অনুপ্রবেশ আগে কখনও দেখা যায়নি।”

হোম্যান দাবি করেন, “প্রেসিডেন্ট ট্রাম্প দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ সীমান্ত তৈরি করেছেন। তথ্য-উপাত্তই তার প্রমাণ।”

সূত্র: আল জাজিরা

এম.কে.

×