ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিত: ২০:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৬

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর ॥ পার্বতীপুরে ৪ ঘন্টার ব্যবধানে ঢাকাগামী হাইওয়েতে সড়ক দুর্ঘনায় ৫জন নিহত হয়েছে। সূত্রমতে মঙ্গলবার রাত ১২ টায় কাঠের গুলভর্তি ট্রাক ( ঢাকা মেট্রো ১৬-৯৯১০) ঘন কুয়াশার কবলে পড়ে বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন হাইওয়ে পার্শ্বস্থ কয়লা বর্জ্য নির্গমন ড্রেনে পড়লে কাঠচাপা পড়ে ঘটনাস্থলেই ৪ জন মারা যায় । নিহতরা হলেন ইসমাইল হোসেন (৪০) পিতা আ.করিম, জফিরুল (৪২) পিতা নওয়াব আলী, রেজাউল করিম (৪৩) পিতা আ. মালেক, দীলিপ সিং (৪৫) পিতা রাশু সিং । এদের বাড়ী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হল্যাকুর শকুনখোলা গ্রামে।খবর পেয়ে তাৎক্ষনাত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। ট্রাকটি পার্বতীপুর থেকে বিরামপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে হেলথ কমপ্লেক্স পার্শ্বস্থ বার্মা ফিলিং ষ্টেশন লাগোয়া হাইওয়েতে মঙ্গলবার ভোর ৫ টায় মাছের পোনাভর্তি পিকআপ ( ঢাকা মেট্রো-ন, ১৬-১৮২২) তেলের লরির সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুছড়ে গেলে ৪ জন আহত হয় । তারমধ্যে গুরতর আহত জব্বার (৫০) কে প্রথমে হলদিবাড়ী উপজেলা হেলথ কমপ্লেক্স হাসপাতাল ও পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। নিহতের বাড়ী জয়পুর হাট জেলার পাচবিবি উপজেলার আদর্শ গুচ্ছগ্রামে ।
×