ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিড়িয়াখানায় মহড়া

প্রকাশিত: ০৫:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

চিড়িয়াখানায় মহড়া

চিড়িয়াখানা থেকে কোন প্রাণী পালিয়ে গেলে কি করতে হবে টোকিওর উয়েনোর চিড়িয়াখানার কর্মীরা এ বিষয়ে মঙ্গলবার মহড়ায় অংশগ্রহণ করেন। বার্ষিক এই মহড়ায় অংশ নেন প্রায় শ’ দেড়েক নিরাপত্তারক্ষী। মহড়ার এবারের প্রতিপাদ্য ছিল জেব্রা পালিয়ে গেলে কি করতে হবে। ২৭ বছর বয়সী চিড়িয়াখানার কর্মী ইয়োমি তামুরা জেব্রার সাজে সজ্জিত হন। অন্যরা এ সময়ে পালাতে চেষ্টা করা জেব্রাকে জাল দিয়ে ঘিরে গাড়িতে তুলে আনার মহড়া দেন। ২০১১ সালের মার্চে সংঘটিত ভূমিকম্পে এই চিড়িয়াখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইয়োমি সাধারণত গরিলা ও বানরদের দেখাশোনা করে থাকেন। তিনি বলেন, জেব্রারা সাধারণত সহজেই ভয় পেয়ে থাকে এবং তারা পালানোর চেষ্টা করে। তাই এবারের মহড়ায় থিম হিসেবে জেব্রার পলায়ন বেছে নেয়া হয়েছে। -এএফপি
×