ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবু নাসেরের মৃত্যুতে উদীচীর শোক

প্রকাশিত: ২২:২৪, ২৯ জানুয়ারি ২০১৬

আবু নাসেরের মৃত্যুতে উদীচীর শোক

স্টাফ রিপোর্টার ॥ উদীচী রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি, শিক্ষাবিদ অধ্যাপক ড. আবু নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোক বার্তায় কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও প্রবীর সরদার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের গুণী অধ্যাপক ড. আবু নাসের একজন আপাদমস্তক প্রগতিশীল মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই প্রগতিশীল চিন্তা-চেতনার সাথে পরিচিত ড. নাসের নানান সময়ে প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। একজন সফল শিক্ষক হিসেবে তিনি তাঁর ছাত্র-ছাত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের এবং অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত চিন্তার প্রসার ঘটাতে বিশেষ ভূমিকা রেখেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদীচীর সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালেও প্রগতিশীল আন্দোলনে ও লড়াই-সংগ্রামে বিশেষ অবদান রেখেছেন ড. আবু নাসের। তিনি বড় ধরনের কোন অসুস্থতায় ভুগছিলেন না। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও নিজের প্রিয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। দৈনন্দিন কাজ সেরে একটি বৈঠকে যোগ দেয়ার উদ্দেশ্যে নিজের কক্ষ থেকে বেরোনোর সময় হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান। তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা ড. আবু নাসেরকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। ড. আবু নাসেরের এ আকস্মিক মৃত্যুতে প্রগতিশীল আন্দোলনের প্রভূত ক্ষতি হলো বলে মন্তব্য করেছেন উদীচীর সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার। অধ্যাপক ড. আবু নাসেরের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
×