ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১৮:২৯, ২৮ জানুয়ারি ২০১৬

সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক॥ সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ২৮ জানুয়ারি নয়াপল্টনের ৭৭ নম্বর বাসায় নৃশংসভাবে ফরহাদ খাঁ (৬৪) ও তার স্ত্রী রহিমা খাতুনকে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১১ অক্টোবর নিহতের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজুকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন। ২০১২ সালের ১ মার্চ মামলার গ্রেফতার দুই আসামি নাজিম ও রাজু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলার শুরু থেকে তারা কারাগারে রয়েছেন। পুলিশ তাদের কাছ থেকে ফরহাদ খাঁর মোবাইল ফোন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি এবং রক্তমাখা কাপড়-চোপড় উদ্ধার করে। স্বীকারোক্তিতে নাজিম জানান, মামা ফরহাদ খাঁর গলায় তিনি নিজেই ছুরি চালিয়েছিলেন। আর তার মামি রহিমাকে হত্যা করেছিলেন তার বন্ধু রাজু। রাত সাড়ে ১০টার পর তিনি রাজুকে নিয়ে ফরহাদ খাঁর বাসায় যান। তাদের ড্রইংরুমে থাকার ব্যবস্থা করে দেয়া হয়। রহিমা খাতুন তাদের রাতের খাবার খেতে বললে তারা খেয়ে এসেছেন বলে জানান। রাত ২টার দিকে তারা উঠে আলমারির চাবি খোঁজে। কিন্তু না পেয়ে হত্যার পরিকল্পনা করে। টেবিলের উপর থেকে একটি এবং রান্নাঘর থেকে আরেকটি ছুরি নিয়ে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে হত্যা করেন তারা।
×