ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থমন্ত্রীর সঙ্গে বিএসএমএমইউর ভিসির সাক্ষাত

প্রকাশিত: ০৬:৫১, ২৩ জানুয়ারি ২০১৬

অর্থমন্ত্রীর সঙ্গে বিএসএমএমইউর ভিসির সাক্ষাত

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আলী আসগর মোড়ল, পরিচালক (অর্থ ও হিসাব) ছিদ্দিকুর রহমান ভূঁইয়া প্রমুখ। এ সময় বিশ্বদ্যিালয়ের সার্বিক উন্নয়ন ও চিকিৎসাসেবা নিয়ে আলোচনা হয়। সাক্ষাতকালে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকে নতুন টাওয়ার নির্মাণ, গবেষণা খাতে বরাদ্দ প্রদান, বেসরকারী রেসিডেন্সি প্রোগ্রামের অধীন মেডিক্যাল শিক্ষার্থীদের মাসিক ভাতা বৃদ্ধি, শিক্ষক ও ছাত্রদের আবাসনের ব্যবস্থা গ্রহণ এবং এ বিশ্ববিদ্যালয়ে রোগী ও সেবার আওতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সেবার মান ধরে রাখতে ও সেবার মানোন্নয়নে বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ বৃদ্ধির জন্য অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়। Ñবিজ্ঞপ্তি
×