ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীর দুই পৌরসভার নির্বাচনে ২৭টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ন

প্রকাশিত: ২০:৫২, ২৯ ডিসেম্বর ২০১৫

নীলফামারীর দুই পৌরসভার নির্বাচনে ২৭টি ভোট কেন্দ্র ঝুকিপূর্ন

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ প্রথম দফায় আগামীকাল ৩০ ডিসেম্বর নীলফামারীর দুইটি পৌরসভার নির্বাচনে পুলিশের গোয়েন্দা বিভাগ ৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৭টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ন /ঝুকিপুর্ন হিসাবে চিহিৃত করেছে। এরমধ্যে সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৩২টি কেন্দ্রের মধ্যে ১৯টি এবং জলঢাকা পৌরসভায় ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টিকে ঝুকিপুর্ন চিহিৃত করা হয়। আজ মঙ্গলবার নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান জানান নির্বাচন কমিশনের নির্দেশমতে গুরুত্বপূর্ন ভোট কেন্দ্রে ১ জন পুলিশ অফিসারসহ ৮ জন পুলিশ সদস্য, আনসার ভিডিপির ১৪ জন সহ ২১ জন এবং সাধারণ কেন্দ্রে পুলিশসহ ১৯ জন সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি ৫টি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব ও বিজিবির ৫টি মোবাইল টীম টহলে থাকবে।
×