ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ঠাকুরগাঁওয়ে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশী নাগরিক নিহত

প্রকাশিত: ১৯:৫৫, ২২ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশী নাগরিক নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার বশালগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে হেমন্ত নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার ভোরে বশালগাঁও গ্রামের জীতেন্দ্র বর্মনের ছেলে হেমন্ত ওই সীমান্তের ৩৫১ নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের বড়গাঁও সীমান্তের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ করে গুলি ছুড়লে ঘটনাস্থলে সে মারা যায়। এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবি’র পরিচালক লে: কর্নেল আফসার ইকবাল ঘটনার সত্যতা স্বীকার তিনি জানান, পতাকা বৈঠকের কথা মাধ্যমে লাশ ফেরতের চেষ্টা চলছে।
×