ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমেরিকার বর্ষসেরা সিমোনে বিলিস

প্রকাশিত: ০৪:২৩, ২০ ডিসেম্বর ২০১৫

আমেরিকার বর্ষসেরা সিমোনে বিলিস

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৮ বছর বয়স। ইতোমধ্যেই দ্যুতি ছড়াতে শুরু করেছেন আমেরিকান জিমন্যাস্টিকস সিমোনে বিলিস। এবার আমেরিকার বর্ষসেরা প্রমীলা এ্যাথলেটের পুরস্কারটাও নিজের করে নিলেন তিনি। অসাধারণ এই পুরস্কারে ভূষিত হয়ে রোমাঞ্চিত বিলিস। তবে বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। বর্তমানে আমেরিকার জাতীয় দলের অনুশীলন ক্যাম্প চলছে। আর ক্যাম্পে থাকার কারণেই বৃহস্পতিবার এ্যাওয়ার্ড গ্রহণ করতে পারেননি বিলিস। এটা অস্বীকার করার কোন উপায় নেই যে ২০১৫ সালটা দারুণ কেটেছে বিলিসের। কেননা প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড গড়েন তিনি। সুদীর্ঘ ২৩ বছরের চ্যাম্পিয়নশিপের ইতিহাসে তার আগে কেউ এই কীর্তি গড়তে পারেননি। তার ব্যাক টু ব্যাক চারটি স্বর্ণপদক জেতাটাও এক অবিস্মরণীয় অর্জন বিলিসের। শুধু তাই নয়, ২০১৩ সালের আগস্টের পর থেকে মিটে অংশগ্রহণ করা সব ইভেন্টেই জয়ের দেখা পেয়েছেন তিনি। আর এই সব কীর্তিই চলতি বছর আমেরিকার বর্ষসেরা এ্যাথলেটের পুরস্কার জয়ে ভূমিকা রাখে। আর এই পুরস্কার জিততে সিমোনে বিলিস পেছনে ফেলেছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং কেটি লিডেকিকে। অবিশ্বাস্যই মনে হতে পারে। কেননা এই বছরটা বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা সেরেনার জন্যও দারুণ কেটেছে। চার গ্র্যান্ডসøামের তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য ইউএস ওপেনের সেমিফাইনালে না হারলে প্রথমবারের মতো ‘ক্যালেন্ডার সøাম’ জয়ের কীর্তিটাও হয়ে যেত ২১ গ্র্যান্ডসøামজয়ী সেরেনার। অন্যদিকে কেটি লিডেকির সময়টাও দারুণ কেটেছে। কিন্তু এই দুই তারকার কেউই অষ্টাদশী বিলিসের কাছে পেরে উঠেননি।
×