ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শারজায় গড়াপেটার জল্পনা

প্রকাশিত: ২০:১৬, ২৩ নভেম্বর ২০১৫

শারজায় গড়াপেটার জল্পনা

অনলাইন ডেস্ক॥ আবার ইংল্যান্ড বনাম পাকিস্তান। আবার ম্যাচ গড়াপেটার কালো মেঘ। ঘটনাটা গত বুধবারের ওয়ান ডে ঘিরে। শারজায় যে ম্যাচটা ছিল পাক-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ান ডে। ম্যাচের আগে হঠাৎই লক্ষ করা হয়, ইংল্যান্ডের জয়ের পক্ষে বাজির দর অপ্রত্যাশিত রকম বেশি। এশিয়ায় তারা খেললে সাধারণত ইংল্যান্ডকে ফেভারিট ধরে না বুকিরা। পাকিস্তান ম্যাচ হারায় সন্দেহ আরও জোরালো হয়। তিনটে রান আউট-সহ মাত্র ৭৫ রানে আটটা উইকেট পড়ে যায় পাকিস্তানের। গত ২০ নভেম্বর চতুর্থ ওয়ান ডে জিতে চার ম্যাচের সিরিজ ৩-১ জিতে যায় ইংল্যান্ড। এর পরেই ব্রিটিশ মিডিয়ায় অভিযোগ উঠে যায়, পাকিস্তান গড়াপেটা করেছে। অস্বাভাবিক বাজির দরের ঘটনাটা খতিয়ে দেখে আইসিসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অবশ্য তারা মনে করছে, ম্যাচে সন্দেহজনক কিছু হয়নি। আইসিসির সিইও ডেভ রিচার্ডসন এ দিন বলেন, ‘‘পাকিস্তানের প্লেয়াররা কোনও সন্দেহজনক প্রস্তাব পেলেই আইসিসিকে জানাচ্ছে। সন্দেহ করার বিশেষ কারণ নেই। খেলাটার স্বচ্ছতা নিয়ে কখনওই নিশ্চিত হওয়া যায় না, কিন্তু আপাতত লক্ষণ ভাল।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×