ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা

প্রকাশিত: ২২:৫৭, ২৯ অক্টোবর ২০১৫

টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল॥ আজ বৃহস্পতিবার হতে শুরু হয়েছে তিন দিনব্যাপী টাঙ্গাইল ইজতেমা। টঙ্গীর তুরাগ পাড়ের আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে টাঙ্গাইল জেলা তাবলীগ জামাত টাঙ্গাইল ঈদ গাহ ময়দানে এ ইজতেমার আয়োজন করেছে। ফজরের নামাজের পরে ঐতিহাসিক কাকরাইল মসজিদের মুরুব্বিদের বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। দেশ-বিদেশের আলেম ওলামাগন ইজতেমায় বয়ান করবেন। ইজতেমা উপলক্ষে প্রশাসনের পক্ষ হতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমার আয়োজকরা জানিয়েছেন, দেশী-বিদেশী মিলিয়ে ২ থেকে ৩ লক্ষ মুসুল্লীর সমাগম হবে এই ইজতেমায়। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ইজতেমা। এই ইজতেমা থেকেই সারা বিশ্বে দ্বীনের দাওয়াত নিয়ে বেরিয়ে যাবেন তাবলীগ জামাত এর সাথীরা।
×