ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিতর্ক প্রতিযোগিতায় বজ্র্রযোগিনী দেশ সেরা

প্রকাশিত: ০৫:১৫, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বিতর্ক প্রতিযোগিতায় বজ্র্রযোগিনী  দেশ সেরা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ দেশের সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’ চ্যাম্পিয়ন হয়েছে বজ্রযোগিনী জেকে উচ্চ বিদ্যালয়। দক্ষিণ এশিয়ায় মধ্যে ব্যতিক্রমী এই আসরের এ বিজয়ে বিদ্যালয়টিতে রবিবার ছিল ভিন্ন আমেজ। সংবর্ধনা, মিষ্টি বিতরণ আর আনন্দ উল্লাসে কাটে দিনটি। শনিবার বাংলা একাডেমি মিলনায়তনের গ্র্যান্ড ফাইনালে তারা ‘কেবল শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ বিপক্ষে অবস্থান নিয়ে এ গৌরব অর্জন করে। রানারআপ হয়েছে ফাইনালে হেরে যাওয়া নাটোর জেলার আগ্রাণ উচ্চ বিদ্যালয়। এতে সেরা বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দলনেতা সুরভি আক্তার অধরা। প্রতিযোগিতাটিতে ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ৭২ হাজার বিতার্কিক অংশ নেয়। ব্র্যাক, এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি যৌথভাবে সুবিধাবঞ্চিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
×