ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতেও পদ্মা সেতুর কাজ চলবে

প্রকাশিত: ০৭:৪১, ১৭ জুলাই ২০১৫

ঈদের ছুটিতেও পদ্মা সেতুর কাজ চলবে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঈদের ছুটিতেও চলবে পদ্মা সেতুর কাজ। মুসলমান কর্মীরা ছুটি কাটালেও চায়নিজ কর্মীরা এই ছুটিতেও কাজ করবে। পাশাপাশি বাংলাদেশী কনসালট্যান্টরা ছুটিতে থাকায় এ সময় পদ্মা সেতুর কোরিয়ান কনসালট্যান্টরা কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন এ কাজের তদারকি করবে। তাই ঈদের ছুটিতে বন্ধ হবে না দেশের সর্ববৃহত প্রকল্পের কাজ। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, যথা সময়ে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করতে ঈদের দিনেও পদ্মা সেতুর কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। সেভাবেই সিডিউল তৈরি করা হয়েছে। ক্ষণগণনার পর থেকেই প্রতিটি ক্ষণ যথাযথভাবে কাজে লাগাতে চায়না মেজর ব্রিজ কোম্পানি সর্বত্মক চেষ্টা চালাচ্ছে। এ সময়ে ২টি টেস্ট পাইলিংয়ের কাজ করা হবে। যার একটি মাওয়ার কাছের পদ্মার মাঝে ৯নম্বর পিলার। অপরটি হচ্ছে মাওয়া চৌরাস্তা বরাবর সোজা পদ্মা পাড়ের শুষ্ক জায়গায় সেতুর গোড়ার পিলার। আর তার ঈদ শেষে আগামী ২২ জুলাই তাদের কাজে যোগদান করার কথা রয়েছে।
×