স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এইচএসসি পরীক্ষা অবরোধ-হরতালের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামসুল কালাম আজাদ বলেন, সরকার নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ অবস্থায় অবরোধ-হরতালের নামে ধ্বংসাত্মক কর্মসূচী দিলে লাখো পরীক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরাও উৎকণ্ঠায় পড়বেন।
আগামী পহেলা এপ্রিল একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এখন পর্যন্ত নির্ধারিত রুটিনে পরীক্ষা গ্রহণের সরকারীভাবে সিদ্ধান্ত নেয়া হলেও এসএসসির পর এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে। রাজশাহীর অভিভাবকরাও রুটিন অনুযায়ী পরীক্ষা গ্রহণের ব্যাপারে আশাবাদী হলেও অনেকের সন্দেহ দানা বেঁধে উঠেছে। তবে রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত রুটিনে পরীক্ষা গ্রহণে সরকারী নির্দেশ ইতোমধ্যে সম্পন্ন করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামসুল কালাম আজাদ জানান, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী রয়েছে এক লাখ ৭ হাজার ৯০ জন। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ৬৫ এবং ছাত্রী ৪৯ হাজার ২৫ জন। ইতোমধ্যে বোর্ডের অধীন ১৮৫ টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। তিনি জানান, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৫৯০ জন। গতবছর রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১১ হাজার ৬৮০ জন। তবে এবার কেন্দ্র বেড়েছে ২টি।
এইচএসসি পরীক্ষা অবরোধ-হরতাল মুক্ত রাখার আহ্বান
প্রকাশিত: ০৩:৫৮, ৩০ মার্চ ২০১৫
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: