ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাস পুড়িয়ে জিম্মি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না

প্রকাশিত: ০৪:৪৪, ২৭ জানুয়ারি ২০১৫

বাস পুড়িয়ে জিম্মি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ জানুয়ারি ॥ নওগাঁ পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমানে ২০ দলীয় জোটের পক্ষে কোন জনসমর্থন নেই। তাই তারা দেশের পরিবহন মালিক-শ্রমিকদের জিম্মি করে ক্ষমতার মসনদে যেতে পারবে না। আজ তারা শুধু পরিবহন সেক্টরকে অবরুদ্ধ করে হরতাল-অবরোধের নামে মালিকের বাস পুড়িয়ে, বোমা মেরে, শ্রমিক হত্যা করে আন্দোলনের নামে নাশকতা চালিয়ে যাচ্ছে। এটি আর চলতে দেয়া হবে না। পরিবহন মালিক-শ্রমিককে জিম্মি করে, খুন করে, কেউ ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে গেলে জনসমর্থন দরকার। নাশকতা চালিয়ে, সন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ খুন করে কখনও জনসমর্থন পাওয়া যায় না।নওগাঁয় টার্মিনালের ভিতরে রাখা ৩টি বাস পোড়ানোর প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের পার-নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ডে জেলা পরিবহন মালিক-শ্রমিক যৌথ পরিষদের প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ জোড়ালো কণ্ঠে কথাগুলো বলেন। নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ, সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি বাবু, সাধারণ সম্পাদক শফিকুল আলম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দফতর সম্পাদক শরিফুল ইসলাম লিটন প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামে দিনব্যাপী ওরিয়েন্টেশন সোমবার চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক এবং কেয়ারটেকারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন। -বিজ্ঞপ্তি
×