ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের মাটিতেই এই খুনির বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে: সারজিস আলম

প্রকাশিত: ২১:০৯, ২৪ জুলাই ২০২৫; আপডেট: ২১:১১, ২৪ জুলাই ২০২৫

বাংলাদেশের মাটিতেই এই খুনির বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে: সারজিস আলম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সম্প্রতি তার ফেসবুক টাইমলাইনে আল জাজিরার একটি আলোচিত প্রতিবেদন শেয়ার করেন। প্রতিবেদনে , সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তাকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে শোনা যায়।

 

 

প্রতিবেদনটি শেয়ার করে সারজিস আলম লিখেছেন, “হাসিনা একজন খুনি। জুলাই গণহত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, মোদী বিরোধী আন্দোলনসহ অসংখ্য আন্দোলনে হাজার হাজার মানুষের রক্তে তার হাত রঞ্জিত। এসব হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই।”

তিনি আরও লেখেন, “বাংলাদেশের মাটিতেই এই খুনির বিচার হতে হবে। এবং দেশের আইনেই তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

 

আল জাজিরার প্রতিবেদন ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া কল রেকর্ডটি বড় ধরনের রাজনৈতিক ও মানবাধিকার সংকটের ইঙ্গিত।

ছামিয়া

×