
পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের কর্পূরকাটি ৬ নম্বর ওয়ার্ডে সাংবাদিকতার কাজে বাধা দান, মোবাইল ছিনতাই এবং ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৬টার দিকে সাবেক ভাইস চেয়ারম্যান মোশারফ খানের দরজার সামনে এ ঘটনা ঘটে।
এ সময় দৈনিক জনকণ্ঠের বরিশাল বিভাগীয় উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা এবং দৈনিক গণজাগরণের বাউফল উপজেলা প্রতিনিধি জসীমউদ্দীন অন্তু-এর সাথে পেশাগত দায়িত্ব পালনকালে এমন ঘটনা ঘটে।
কর্পূরকাটির অবসরপ্রাপ্ত দুদক কর্মচারী বাদল খায়ের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল সাংবাদিকদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এ সময় স্থানীয় জনগণ এগিয়ে এলে হামলাকারীরা শান্ত হয়।
এখানেই শেষ নয়, বাদল খানের নেতৃত্বে স্থানীয় আলামিন, কুদ্দুস, আলমাস খান, হাসিবুল জিসান সাংবাদিকদের মোবাইল ফোন এবং এক লক্ষ বিশ হাজার টাকা হাতিয়ে নেন।
পরে পথচারীর ফোন থেকে বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আতিকুর রহমানকে সাংবাদিক এনামুল হক এনা ফোন করে প্রাণনাশের আশঙ্কার কথা জানালে ঘটনাস্থলে সাব ইন্সপেক্টর মফিজুল-এর নেতৃত্বে পুলিশ ফোর্স চলে এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে বাউফল থানার (ওসি) তদন্ত আতিকুর রহমান বলেন, সাংবাদিকদের প্রাণনাশের খবর পেয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, কর্পূরকাঠির মকবুল হাওলাদারের পুকুরের মাছ জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা অভিযুক্তের বক্তব্য নিতে গেলে এবং পুকুরের ফুটেজ ধারণ করতে গেলে সাংবাদিকের মোবাইল ফোন এবং টাকা হাতিয়ে নেন তারা।
রাজু